X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

অস্ত্রোপচার ও থেরাপি শেষে দেশে ফেরা...

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২৪, ১৮:৩২আপডেট : ০৩ জুন ২০২৪, ১৮:৩২

সুস্থ নাকি অসুস্থ। ফের ক্যানসার নাকি অন্য কিছু। চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন, নাকি বেড়াতে লন্ডন। সঠিক তথ্য যেন মিলছিলো না।

এটা গত ফেব্রুয়ারির খবর। কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছিলো, প্রায় ১৭ বছর পর গত বছর (২০২৩) শেষের দিকে ফের মরণব্যাধি ক্যানসার হানা দিয়েছে তার শরীরে! অবস্থার খানিক অবনতি হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। ভর্তি করা হয় দেশটির জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে। 

যদিও এই তথ্যটি গত সাড়ে তিনমাসেও নিশ্চিত করা যায়নি।  

অবশেষে নিশ্চিত হওয়া গেলো, গত সাড়ে তিন মাস সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন সাবিনা ইয়াসমিন। গত ৩১ মে বাংলাদেশে ফিরেছেন তিনি। খবরটি সোমবার (৩ জুন) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন সাবিনা ইয়াসমিনের মেয়ে ফাইরুজ ইয়াসমিন বাঁধন।

বাঁধন বলেন, ‘আগে থেকেই নিয়মিত চেকআপের জন্য আম্মুকে সিঙ্গাপুর যেতে হয়। এবারও তাই গিয়েছিলেন। কিন্তু পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা দাঁতের সমস্যা দেখতে পান। ৭ ফেব্রুয়ারি একটি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে সেখানে থেকেই গত তিন মাস আম্মুকে রেডিওথেরাপি নিতে হয়। থেরাপির কারণে আম্মুর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিছু। আগামী এক বছর নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে।’

কন্যা জানান, সাবিনা ইয়াসমিন এখন ঢাকায় নিজের বাসায় আছেন।

মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে মেয়ে বাঁধন ৫ দশকের সংগীত জীবনে অবদানের জন্য ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার পান সাবিনা ইয়াসমিন। ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিংবদন্তি এই শিল্পী। ১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন তিনি। সর্বশেষ ২০২০ সালে অভিনেত্রী কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবির গানে কণ্ঠ দেন এবং প্রথম সংগীত পরিচালকের খাতায় নাম লেখান।

/এমএম/
সম্পর্কিত
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...
ছাত্রীর সঙ্গে প্রেম, বিস্তর জানালেন সুমন!
ছাত্রীর সঙ্গে প্রেম, বিস্তর জানালেন সুমন!
৮ বছর পর একসঙ্গে আব্দুল হাদী-সাবিনা ইয়াসমীন
৮ বছর পর একসঙ্গে আব্দুল হাদী-সাবিনা ইয়াসমীন
বাসায় ফিরেছেন সাবিনা ইয়াসমীন
বাসায় ফিরেছেন সাবিনা ইয়াসমীন
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ