X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘জংলি’তে সিয়ামের সঙ্গী দীঘি!

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০২৪, ১৮:১৯আপডেট : ১০ জুন ২০২৪, ১২:৪০

ঈদের মিছিল থেকে নিরাপদে সরে দাঁড়িয়েছে সিয়ামের ‘জংলি’। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে শুটিং শেষ করতে পারলেও সম্পাদনার টেবিলে সময় লাগবে আরও কিছুটা। তবে ঈদের পরপরই এটি মুক্তির প্রস্তুতি চলছে জোর কদমে। সেই সূত্রে চলছে প্রচারণার নানা চমক।

যেমন ‘জংলি’র শুটিং প্রায় শেষের পথে হলেও এতদিন নায়ক সিয়াম ও নায়িকা বুবলীর কথাই জানা গেছে। এবার (৯ জুন) জানা গেলো, এতে সিয়ামের সঙ্গী হিসেবে থাকছেন আরও এক নায়িকা। তিনি হলেন অন্তর্জালে আলোচিত তরুণ নায়িকা দীঘি।

জানা গেছে, সিনেমাটিতে সিয়ামকে কয়েকটি লুকে দেখা যাবে। এর মাঝে একটি লুকে তার বিপরীতে দীঘি অভিনয় করছেন।

‘জংলি’ নির্মাণ করছেন এম রাহিম। ‘শান’ সিনেমা দিয়ে অভিষেক হয়েছিল তার। 

শবনম বুবলী বুবলীর পর সিনেমাটিতে দীঘিকে যুক্ত করা প্রসঙ্গে এম রাহিম বলেন, ‘হ্যাঁ, দীঘিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই সিনেমায়। সিয়ামের বিপরীতেই অভিনয় করছে দীঘি। ছবিটির জন্য সে অনেক পরিশ্রম করেছে, নিজেকে তৈরি করেছে। আমার বিশ্বাস, দীঘির অভিনয় দর্শক-সমালোচকরা মনে রাখবেন।’ 

এদিকে নিজের চরিত্রটি নিয়ে খুব বেশি খোলাসা করতে নারাজ দীঘি। তার ভাষায়, ‘এই ছবির গল্প অসাধারণ। প্রথমবার শুনেই পছন্দ করার মতো। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পেরে আমারও ভালো লাগছে। আপাতত চরিত্রটি নিয়ে কিছু বলতে চাই না। এটুকু বলছি, এক অন্যরকম দীঘিকে দেখতে পাবেন এখানে।’

প্রাপ্ত তথ্যমতে, ‘জংলি’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। 

ছবিটির চারটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। দীঘি

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য