X
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
৩০ জ্যৈষ্ঠ ১৪৩১

ট্যালেন্ট হান্ট করে ‌সিনেমার জন্য শিল্পী বাছাই!

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০২৪, ১৯:৪৩আপডেট : ১১ জুন ২০২৪, ০১:১৮

অভিনয়শিল্পী খোঁজার জন্য ট্যালেন্ট হান্ট বা রিয়েলিটি শোয়ের আয়োজন হতেই পারে, হয়েছেও এই বঙ্গে। ফলে শিরোনামে নতুন কিছু নেই। পাল্টা প্রশ্ন উঠতে পারে, তবু কেন এই শিরোনাম! জবাবে বলা দরকার, নতুন কিছু রয়েছে বটে।

সম্ভবত এবারই প্রথম, রীতিমতো ট্যালেন্ট হান্ট আয়োজন করে কুমিল্লা অঞ্চল থেকে তুলে আনার চেষ্টা হলো চরিত্রের মাপে ২০ জন অভিনয়শিল্পী। যারা অভিনয় করতে যাচ্ছেন দীপংকর দীপনের নির্মিতব্য ঐতিহাসিক সিনেমা ‘ছাত্রী সংঘ’তে। 

কুমিল্লার ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি শান্তি, সুনীতি এবং ইতিহাসে হারিয়ে যাওয়া নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিনী ব্রহ্মকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘ছাত্রী সংঘ’। রজত ফিল্মস-এর ব্যানারে নির্মিত হচ্ছে ঐতিহাসিক এই থ্রিলার। 

ট্যালেন্ট হান্ট করে ‌সিনেমার জন্য শিল্পী বাছাই! এ সিনেমার মাধ্যমে কুমিল্লার মেধাবীরা যেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে অবস্থান তৈরি করতে পারে, সে অভিপ্রায়ে রজত ফিল্মস ১১-১৩ মার্চে প্রাথমিক বাছাই এবং ১৭-১৯ মে স্ক্রিন অভিনয়ের প্রস্তুতির বিষয়ে একটি স্বল্পমেয়াদি কোর্স আয়োজন করে। এই প্রশিক্ষণে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি পেশাদার শুটিং ও সম্পাদনার মাধ্যমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে আগ্রহীদের। এরপর আয়োজনের চূড়ান্ত পর্ব হয় ৯ জুন সন্ধ্যা ৬টায়, কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা স্কুল মিলনায়তনে। অনুষ্ঠানে মোট ২০ জনকে ‘ছাত্রী সংঘ’ সিনেমার বিভিন্ন চরিত্রের জন্য নির্বাচিত করা হয়। 

এ বিষয়ে ‘ছাত্রী সংঘ’ সিনেমার পরিচালক দীপংকর দীপন বলেন, ‘যেহেতু কুমিল্লার ঐতিহাসিক ঘটনা নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে, তাই আমরা এখানেই ট্যালেন্ট হান্টের আয়োজন করি। শুধু অডিশন নিয়ে চুপ থাকিনি, দিয়েছি শুটিং-অভিনয়ের প্রশিক্ষণ। সেপ্টেম্বরে শুরু হবে এই সিনেমার চিত্রগ্রহণ। এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব।’

ট্যালেন্ট হান্ট করে ‌সিনেমার জন্য শিল্পী বাছাই! শুধু কি ট্যালেন্ট হান্ট থেকে পাওয়া ২০ জনই থাকছেন এই সিনেমার অভিনয়ে! তা নয়। থাকছেন ঢাকাই তারকারাও। শিগগিরই রাজধানীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘ছাত্রী সংঘ’র তারকা শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানান ‘ঢাকা অ্যাটাক’ নির্মাতা। 

দীপংকর দীপনের প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায় ২০১৭ সালে। এরপর তিনি নির্মাণ করেছেন ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’ নামের দুটি ছবি। সবগুলো ছবিতেই বিভিন্ন মিশন আর দেশপ্রেমের নির্যাস রেখেছেন তিনি। ট্যালেন্ট হান্ট করে ‌সিনেমার জন্য শিল্পী বাছাই!

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দীপনের নতুন মিশন ‘ছাত্রী সংঘ’, কুমিল্লায় ঘোষণা!
দীপনের নতুন মিশন ‘ছাত্রী সংঘ’, কুমিল্লায় ঘোষণা!
অন্তর্জালে আসছে ‘অন্তর্জাল’
অন্তর্জালে আসছে ‘অন্তর্জাল’
নারীর বীরত্বগাথা নিয়ে দীপনের নতুন ছবি
নারীর বীরত্বগাথা নিয়ে দীপনের নতুন ছবি
সিসিএল ফাইনাল: খেলতে চাইলো দুই দলই, তবু স্থগিত কেন
সিসিএল ফাইনাল: খেলতে চাইলো দুই দলই, তবু স্থগিত কেন
বিনোদন বিভাগের সর্বশেষ
তৌসিফ-নীহাকে নিয়ে সৌখিনের ‘লাভ রেইন’
তৌসিফ-নীহাকে নিয়ে সৌখিনের ‘লাভ রেইন’
‘তুফান’ সম্মেলন: মধ্যমণি মিমি, এঁকে দিলেন হার্ট চিহ্ন
‘তুফান’ সম্মেলন: মধ্যমণি মিমি, এঁকে দিলেন হার্ট চিহ্ন
সরকারি অনুদান পাচ্ছে যে ২০টি সিনেমা
সরকারি অনুদান পাচ্ছে যে ২০টি সিনেমা
নাগরিক পর্দায় ৭ দিনে ২৯ সিনেমা
নাগরিক পর্দায় ৭ দিনে ২৯ সিনেমা
মিমির ঈদে ভাগ বসালেন কৌশানী!
মিমির ঈদে ভাগ বসালেন কৌশানী!