X
সোমবার, ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১

বিচ্ছেদে দীপন-সংযুক্তা, কে পাচ্ছে টোটোর অভিভাবকত্ব?

সুধাময় সরকার
০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:০২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৭

ভালোবেসেই গাঁটছড়া বেঁধেছিলেন দীপংকর দীপন ও সংযুক্তা মিশু। একজন নামকরা নির্মাতা, অন্যজন প্রাক্তন সাংবাদিক। কিন্তু মন ও মতের অমিলে দ্রুতই তারা ক্রমশ আলাদা হতে থাকেন। গেল অন্তত চার বছর সেটি স্পষ্ট হয়েছে তাদের চলনে-বলনে। এরমধ্যে আলাদা জীবন-যাপন করেও যোগসূত্রটুকু টিকে ছিলো একমাত্র পোষ্য টোটোকে ঘিরে।

সেটিও ছিঁড়ে গেলো। তবে কবে কখন, এখনও তা স্পষ্ট নয়। শুধু ঘোষণায় এলেন দীপংকর দীপন। জানালেন, তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা হয়ে গেছে। এরমধ্যে প্রকাশ করেছেন প্রাক্তনের প্রতি মঙ্গল ও সুস্বাস্থ্য। সংযুক্তা খানিকটা অসুখ-বিসুখে ভুগছিলেন বটে!

সংযুক্তার ছাড়পত্রে দীপন লিখেছেন এভাবে, ‘আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই, পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।’ টোটোর জন্মদিনে সংযুক্তা সঙ্গে ‘ঢাকা অ্যাটাক’ নির্মাতা এটুকুও অনুরোধ করেছেন সবার প্রতি, ‘বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোনও প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য।’

প্রায় কাছাকাছি সময়ে সোশ্যাল হ্যান্ডেলে চটজলদি প্রতিক্রিয়াও দিয়েছেন সংযুক্তা। এ ক্ষেত্রে তাকে বেশ কঠোর কিংবা অভিমানী মনে হলো। তিনি প্রাক্তনের নাম প্রকাশ না করে বলেছেন, ‘তোমাকে ক্ষমা করে দিলে নিজের সাথে খুব অবিচার করা হবে। কারণ তুমি আমার মুক্ত মনের গোটা একটা জীবনকে রক্তপাতহীন ভাবে হত্যা করেছো। অন্ধকার কারাগারে আমার রঙিন নেশাকে বিবস্ত্র করেছো। আমার দৃষ্টিকে টেনে হিঁচড়ে কালো দেয়ালে শূলবিদ্ধ করেছো। তোমাকে ক্ষমা না করলে যদি আমাকে রাজদ্রোহিতা করা হয়, তাহলে মৃত্যুদণ্ড মঞ্জুর কিন্তু তোমাকে ক্ষমা মঞ্জুর না। সত্যিই না।’

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম ও টোটো সংযুক্তার প্রতিক্রিয়ায় স্পষ্ট, তিনি ক্ষমাহীন অনড়। যদিও দীপনের বিরুদ্ধে এখন তো নয়ই, কখনোই সে অর্থে নির্দিষ্ট কোনও অভিযোগ দাঁড় করাননি। মাঝে এক নায়িকাকে ঘিরে খানিক অস্বস্তি প্রকাশ ছাড়া। সম্ভবত সেটিও, প্রাক্তনের প্রতি এক ধরনের সমীহ প্রকাশ।

কিন্তু দু’জনের একমাত্র টুকরো টোটোর অভিভাবকত্ব কে পাচ্ছে বা নিচ্ছে তাহলে? ম্যাসেঞ্জারে একই প্রশ্ন ছিলো দু’জনের প্রতি। দীপন সিন করে চুপ থাকলেও সংযুক্তা স্পষ্টবাক। বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমারই সব দায়িত্ব। আমার কাছেই আছে। আমিই ওর মা। সে (দীপন) হঠাৎ ৪/৫ দিনের জন্য নেয়। এখন আর সেটাও হবার কথা নয়।’

বলা ভালো, টোটো কিন্তু দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয়ও করেছে সিয়াম আহমেদের সঙ্গে। কুড়িয়েছে প্রশংসাও।

/এমএম/
সম্পর্কিত
ট্যালেন্ট হান্ট করে ‌সিনেমার জন্য শিল্পী বাছাই!
ট্যালেন্ট হান্ট করে ‌সিনেমার জন্য শিল্পী বাছাই!
দীপনের নতুন মিশন ‘ছাত্রী সংঘ’, কুমিল্লায় ঘোষণা!
দীপনের নতুন মিশন ‘ছাত্রী সংঘ’, কুমিল্লায় ঘোষণা!
অন্তর্জালে আসছে ‘অন্তর্জাল’
অন্তর্জালে আসছে ‘অন্তর্জাল’
নারীর বীরত্বগাথা নিয়ে দীপনের নতুন ছবি
নারীর বীরত্বগাথা নিয়ে দীপনের নতুন ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই দশক পর বিটিভিতে ফিরে নজির সৃষ্টি করলেন বেবী নাজনীন
দুই দশক পর বিটিভিতে ফিরে নজির সৃষ্টি করলেন বেবী নাজনীন
রাজপুতের মৃত্যু: চূড়ান্ত রায়ে জানা গেলো যা
রাজপুতের মৃত্যু: চূড়ান্ত রায়ে জানা গেলো যা
গাজায় শিশুহত্যা নিয়ে নাহিদের গান
গাজায় শিশুহত্যা নিয়ে নাহিদের গান
এবার একাই গাইবেন...
এবার একাই গাইবেন...
বুবলীর নায়ক তৌসিফ মাহবুব!
বুবলীর নায়ক তৌসিফ মাহবুব!