এখন ২০২৪ সাল। ঠিক ১০০ বছর আগে ১৯২৪ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন আর্জেন্টিনা। যদিও তাঁর গন্তব্যের লক্ষ্য সেখানে ছিল না। তবু কেন তিনি হঠাৎই আর্জেন্টিনায় যাত্রা বিরতি নিলেন?
শত বছর পর সেই প্রশ্নটিই ঘুরেফিরে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের মঞ্চে।
প্রশ্নগুলো এমন, তিনি সেখানে কোথায় উঠলেন, কত দিন ছিলেন, কার সান্নিধ্যে আর্জেন্টিনায় সময় পার করেছিলেন, তখন তিনি কী লিখতেন, কী ভাবতেন।
ঘটনার ১০০ বছর পর, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে এক ভিন্ন রবীন্দ্রনাথের দেখা পাওয়া যায়। যেখানে ব্যক্তিগত আবেগে তিনি ভাসছেন, মধুর সময় কাটাচ্ছেন, সুখের মতো অসুখে জর্জরিত হয়ে আছেন। তিনি দেশে ফিরতে চাইছেন, কিন্তু ফেরা হচ্ছে না। অদ্ভুত এক পিছুটান তাঁকে আটকে ধরেছে অথবা ধরেনি, তিনি সেই সব উপেক্ষা করে সমুদ্র পাড়ি দিলেন।
দুই মাসের সেই অনির্ধারিত ভ্রমণ শেষে তিনি বাড়ি ফিরলেন। এই ভ্রমণ থেকে তিনি কী নিয়ে ফিরলেন, এই ভ্রমণ রবীন্দ্রনাথের মনে কী রকম ছাপ ফেলেছিল, দক্ষিণ আমেরিকা ভ্রমণের স্মৃতি কি তিনি মুছতে পেরেছিলেন মন থেকে, এইসব প্রশ্নের প্রসঙ্গ ধরে রবীন্দ্রনাথকে আবিষ্কারের চেষ্টায় ম্যাড থেটারের ২য় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।
আগামী ২৫ জুন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের ৮ম প্রদর্শনী। নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান আসাদুল ইসলাম।
নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম নিজেই এবং ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।
নির্দেশক-অভিনেতা আসাদুল ইসলাম মনে করেন, ‘‘রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমের নতুন উদ্বোধন ঘটেছে ম্যাড থেটারের ২য় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকটির মধ্য দিয়ে।’’
গত বছর অক্টোবর মাসের পর নাটকটির নতুন করে প্রদর্শনী হতে যাচ্ছে। এরই মধ্যে ম্যাড থেটার ২টি উৎসবে অংশ নিতে দুইবার ভারত সফর করেছে। গত ফেব্রুয়ারি মাসে এনএসডি আয়োজিত ভারত রঙ মহোৎসবে অংশ নিয়ে তারা প্রশংসিত হয়েছে। এছাড়া নতুন একটি নাটকের আন্তর্জাতিক প্রিমিয়ারও সম্পন্ন করেছে।