‘আলো আসবেই’ কাণ্ড প্রকাশ্যে আসার পর একে একে প্রতিবাদ মুখর হচ্ছেন শিল্পীরা। এরমধ্যে সর্বোচ্চ সমালোচনায় জায়গাটি অর্জন করেছেন অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস। কারণ তিনি ওই গ্রুপে মন্তব্য করেছিলেন, আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেওয়ার। আরেকজনকে নিজ হাতে ‘পেটানো’র আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই স্ক্রিনশট এখন ভাইরাল। বিপরীতে অভিনেত্রী বসে আছেন নিরাপদে দূর কানাডায়।
তাতেও রক্ষা হচ্ছে না। তাকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেল ও সংবাদ মাধ্যমে চলছে ট্রায়াল। যাতে অংশ নিয়েছেন আলোচিত নায়িকা পরীমণিও।
অরুণা বিশ্বাসকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে নিজের ফেসবুক দেয়ালে পরী লিখেছেন, ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু...।’
পরীমণির এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে সবাই অরুণা বিশ্বাসের বিচার দাবি করেন। প্রশংসা করেন পরীর এই প্রতিক্রিয়ার জন্যেও।
বলা দরকার, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নায়ক ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাতের সমন্বয়ে দুই শতাধিক সংস্কৃতিকর্মী ও সাংবাদিক নিয়ে একটি গ্রুপ খোলা হয়। যেটির নাম রাখা হয় ‘আলো আসবেই’। সেই গ্রুপের স্ক্রিনশট ফাঁশ হওয়ার পর চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে পড়ে শিল্পীদের নামে।
আরও:
‘আলো আসবেই’ কাণ্ড: ‘গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি’