X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

রেকর্ডসংখ্যক পারিশ্রমিক নিয়ে বলিউডের সিনেমায় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২১

বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর বলিউডের আঙ্গিনায় পা ফেলেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউডে এখন দাপট দেখাচ্ছেন পিসি। সেখানেই সিনেমা-সিরিজ নিয়ে তার যত ব্যস্ততা। বলিউডের সিনেমায় তাকে দেখা যায়নি দীর্ঘ সময়। বিরতি ভেঙে প্রিয়াঙ্কা ফিরছেন আবারও বলিউডের সিনেমায়। তাও আবার রেকর্ড সংখ্যক পারিশ্রমিক নিয়ে।  

এস এস রাজামৌলির সিনেমা দিয়ে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া ‘আরআরআর’ সিনেমার-এর অসাধারণ সাফল্যের পর এস এস রাজামৌলি নির্মাণ করতে চলেছেন সিনেমা ‘এসএসএম ২৯’। আগেই শোনা গিয়েছিলো, বহুল প্রতীক্ষিত এই সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা। কিন্তু দেশি গার্ল বিরাট অঙ্কের পারিশ্রমিক চেয়ে বসেন। প্রথমে রাজমৌলি রাজি না হলেও শেষপর্যন্ত সাবেক এই বিশ্বসুন্দরীর কাছে হার মেনেছেন।

রাজামৌলির পরবর্তী এই সিনেমার বাজেট ১০০০ কোটি রুপিরও বেশি। যেখানে প্রিয়াঙ্কা একাই নিচ্ছেন ৩০ কোটি রুপি। এর মাধ্যমে ভারতের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা পাড়ুকোন, যিনি ১৫ থেকে ২০ কোটি রুপি পারিশ্রমিক নেন সিনেমা প্রতি, তাকে টপকে গেলেন প্রিয়াঙ্কা।  

এই সিনেমায় প্রিয়াঙ্কা দক্ষিণি তারকা মহেশ বাবুর সঙ্গে অভিনয় করবেন। প্রিয়াঙ্কা চোপড়া  

রাজামৌলি নির্মিত এই সিনেমায় মনোমুগ্ধকর দৃশ্য এবং আকর্ষণীয় গল্প দেখানো  হবে বলে আশা করা হচ্ছে। সিনেমার শুটিং হবে হায়দরাবাদ ও  কেনিয়ার বিভিন্ন লোকেশনে।  

প্রিয়াঙ্কা ও মহেশ ছাড়া সিনেমায় আর কে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, জন আব্রাহাম তাদের সঙ্গে যুক্ত হতে পারেন। স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া জানা যায়, ‘বাহুবলী’র মতো এই সিনেমাটিও রাজমৌলি দু’টি পর্বে আনতে চলেছেন। সিনেমার প্রথম পর্ব ২০২৭ সালে এবং দ্বিতীয় পর্ব ২০২৯ সালে মুক্তি পাবে। এরইমধ্যে গল্প লেখার কাজ শেষ হয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হবে সিনেমার শুটিং।    

সূত্র:  ইন্ডিয়া টুডে 

/সিবি/
সম্পর্কিত
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!
পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!
মানবিক প্রিয়াঙ্কা…
মানবিক প্রিয়াঙ্কা…
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
বিনোদন বিভাগের সর্বশেষ
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!