X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বাংলাদেশের বিরুদ্ধে একজোট হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো!

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৬, ১০:৩৭আপডেট : ১৫ মে ২০১৬, ১৬:৫১

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিক্রিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে একজোট হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো। পাকিস্তানের সংবাদমাধ্যম শামা টিভির খবরে এই দাবি করা হয়েছে।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে শামা টিভি জানিয়েছে, এরইমধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান পাকিস্তান জামায়াত-ই-ইসলামি প্রধান সিরাজ উল হককে টেলিফোন করেছেন। নিজামীর ফাঁসির প্রতিক্রিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে কৌশল নির্ধারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে দুই নেতার মধ্যে কথা হয়েছে। শামা টিভি জানিয়েছে, এ ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতেও সম্মত হয়েছেন তারা।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার ও জামায়াত প্রধান সিরাজ

চৌধুরী নিসার আলি খান নিজামীর ফাঁসিকে ‘বিচারিক হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন। 

‌এর আগে নিজামীর ফাঁসি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এক প্রস্তাব পাশ করে পাকিস্তান সংসদ। ওই প্রস্তাবে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলেও আখ্যা দেওয়া হয়। আর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারের প্রতি সমন জারি করা হয়েছে। মতিউর রহমান নিজামীর ফাঁসি অত্যন্ত দুঃখজনক। ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়ায় ১৯৭১ সালে ঘটা অপরাধের শাস্তি হিসেবে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। আমরা এই ফাঁসির প্রতিবাদ জানাচ্ছি।’

মতিউর রহমান নিজামী

বিবৃতিতে আরও বলা হয়, ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে আমাদের সকল চেষ্টা সত্ত্বেও বাংলাদেশ পাকিস্তান-বিদ্বেষী পদক্ষেপ নিচ্ছে যা অত্যন্ত অনুশোচনার বিষয়।’ এতে আরও দাবি করা হয়, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির আওতায় নিজামীদের সাধারণ ক্ষমা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের সরকার।

তবে ১৯৭৪ সালের চুক্তিতে ১৯৫ জন পাকিস্তানি সেনা সদস্যের কথা বলা হয়েছে। বাংলাদেশি কারও বিচার করা যাবে না এমন কোনও কিছুর সামান্যতম ইঙ্গিতও নেই।

আরও পড়ুন: নিজামীর ফাঁসিতে পাকিস্তানের কান্না

এ বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার গ্রুপ এবং আন্তর্জাতিক আইনজ্ঞ বিচারিক প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছেন।  যদিও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অতীতে গঠিত সব ট্রাইব্যুনালের থেকে বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ বেশি। সূত্র: শামা টিভি

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন