X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

থাইল্যান্ডের মন্দিরে মন্দিরে বাঘ, অভিযানে বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৬, ১৪:৩৫আপডেট : ৩১ মে ২০১৬, ১৪:৩৮
image

থাইল্যান্ডের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে আটকে রাখা বাঘ সরিয়ে নিতে শুরু করেছে বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। বন্যপ্রাণী পাচার এবং নিগ্রহের অভিযোগে কর্তৃপক্ষ ওই অভিযান চালায়।

থাইল্যান্ডের এসব মন্দিরে অর্থের বিনিময়ে বাঘের সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হয়

উল্লেখ্য, দেশটির বিভিন্ন মন্দিরে বাঘ আটকে রাখার খবর পাওয়া যায়। এমনকী একটি মন্দিরের চিড়িয়াখানায় পরিণত হওয়ার বাসনার কথাও সংবাদমাধ্যমে উঠে এসেছে। আর মন্দিরের ভিক্ষুদের বিরুদ্ধে বাঘের অবৈধ প্রজনন এবং বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

দেশটির কাঞ্চনাবুরি প্রদেশের মন্দিরে আটক রয়েছে ১৩৭টি বাঘ। এরমধ্যে সোমবার (৩০ মে) ৩টিকে সরিয়ে নেওয়া হয়েছে। এক হাজার কর্মী পুরো সপ্তাহজুড়ে কাজ করে বাকিদেরও সরিয়ে নেওয়া হবে।

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা চেতনানাশক সিরিঞ্জ তৈরি করছেন

ভিক্ষুরা তাদের ওপর আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তারা প্রথমদিকে মন্দিরে প্রবেশে বাধা দিলেও, আদালতের আদেশ দেখানোর পর তারা মন্দিরে ঢুকতে দেন। এর আগে কর্তৃপক্ষ তাদের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করলেও তা তারা গ্রহণ করেননি।

কর্মীরা একটি বাঘকে সরিয়ে নিচ্ছেন

একটি জনপ্রিয় মন্দির এবং পর্যটন কেন্দ্র দ্য ওয়াত ফা লুয়াং তা বুয়া টাইগার টেম্পলে বছরের পর বছর চেষ্টা করেও কর্মকর্তারা ঢুকতে পারেননি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘগুলোকে ঘরহারা প্রাণী হিসেবে সরিয়ে নেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অব ন্যাশনাল পার্কস-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল অ্যাডিসন নুচদামরং বলেন, ‘এবার আমাদের হাতে আদালতের আদেশ রয়েছে। যা আগে ছিল না, যখন আমরা তাদের সহযোগিতা করতে অনুরোধ করেছিলাম, আর তারা তা করেননি।’  

এই মন্দিরটি চিড়িয়াখানায় রূপান্তরের ইচ্ছাপ্রকাশ করলেও তা আলোর মুখ দেখেনি

ওই মন্দিরের ভিক্ষুরা বাঘের অবৈধ প্রজনন এবং বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে কর্তৃপক্ষের অভিযানে শিয়াল, এশীয় ভাল্লুক এবং বিভিন্ন প্রজাতির দুর্লভ পাখি উদ্ধার করা হয়েছিল ওই মন্দিরগুলো থেকে।      

সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
সর্বশেষ খবর
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক