X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে আরও পরীক্ষার মুখে বাংলাদেশি চিকিৎসকরা!

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৯ এপ্রিল ২০১৭, ১৯:০৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৯:১২

যুক্তরাজ্যে আরও পরীক্ষার মুখে বাংলাদেশি চিকিৎসকরা! যুক্তরাজ্যের চিকিৎসা ব্যবস্থায় আরও বেশি পরীক্ষার মুখে পড়তে পারেন বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা। নতুন এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

সম্প্রতি এক সমীক্ষায় যুক্তরাজ্যের জেনারেল মেডিক্যাল কাউন্সিল (জিএমসি)-এর ১৯৯৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডাটা পর্যালোচনা করা হয়। এতে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় তহবিলপুষ্ট ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এ কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের কর্মদক্ষতা মূল্যায়নে ১৩ দফা বেশি পরীক্ষা নিরীক্ষা চালানোর কথা বলা হয়েছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এর এই সমীক্ষাটি প্রকাশ করেছে বিএমসি মেডিক্যাল এডুকেশন নামের একটি জার্নাল। এতে দেখা যায়, যুক্তরাজ্যে প্রশিক্ষণ নেওয়া চিকিৎসকদের তুলনায় যুক্তরাজ্যের বাইরে প্রশিক্ষিত চিকিৎসকদের কর্মদক্ষতা মূল্যায়নের হার উল্লেখযোগ্য পরিমাণে বেশি।

এই সমীক্ষার প্রধান প্রণেতা ড. হেনরি পটস। তিনি বলেন, বিশেষ করে অনেকের ব্যাপারে একটি পক্ষপাতমূলক ব্যবস্থার অভিযোগ রয়েছে; এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তবে আমার ধারণা, এটাই শুধু একমাত্র ফ্যাক্টর নয়। আমরা  এই বিষয়গুলো উত্থাপন করেছি। আমরা মনে করি, এ ব্যাপারগুলো নিয়ে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে।

প্রতিবেদনে এই ভারসাম্যহীন পরিস্থিতি মোকাবিলায় আরও বিশ্বায়িত একটি পরীক্ষামূলক ব্যবস্থার কথা বলা হয়েছে।

বর্তমানে ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর প্রতি চারজন চিকিৎসকের মধ্যে একজন যুক্তরাজ্যের বাইরে প্রশিক্ষিত। এর মধ্য দিয়ে এই সেবা ব্যাপকভাবে বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ২০১৬ সালে জেনারেল মেডিক্যাল কাউন্সিল (জিএমসি)-এর তরফ থেকে যুক্তরাজ্যে প্র্যাকটিস করা বিদেশি চিকিৎসকদের জন্য কঠোরতর পরীক্ষার ব্যবস্থা করা হয়। এর মধ্যে ব্যবহারিক মূল্যায়নের বিষয়টিও রয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ওহিদুল আলম। বাংলা ট্রিবিউন’কে তিনি জানান, তাদের সংগঠন বাংলাদেশে তাদের সহকর্মীদের সঙ্গে কাজ করে যাচ্ছে। তাছাড়া এই সমস্যা সমাধানে যুক্তরাজ্যে তারা বিভিন্ন কর্মশালার আয়োজন করছেন।

ড. মোহাম্মদ ওহিদুল আলম বলেন, বাংলাদেশি চিকিৎসকরা খুবই প্রাজ্ঞ এবং কঠোর পরিশ্রমী। সমস্যা হচ্ছে শুধু যোগাযোগ আর ব্রিটিশ ব্যবস্থা ও তাদের সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়ানো। বাংলাদেশের সঙ্গে তাদের সংস্কৃতির উল্লেখযোগ্য তফাৎ রয়েছে। এখানে একটা ভাষাগত প্রতিবন্ধকতা আছে। এর ফলে নার্স ও রোগীদের সঙ্গে আলাপ ব্যাহত হয়।

তিনি বলেন, বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষার বিষয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আমরা কাজ করে যাচ্ছি।

যুক্তরাজ্যের জেনারেল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্টারের তথ্য অনুযায়ী ২০১৬-২০১৭ সালে দেশটিতে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকের সংখ্যা এক হাজার ৮২১ জন। তারা ১৩ দফা বেশি পরীক্ষার আওতায় পড়ার মতো অবস্থায় থাকেন। বাংলাদেশ ছাড়াও মিসর ও নাইজেরিয়ার চিকিৎসকদের ক্ষেত্রেও বাড়তি পরীক্ষার কথা বলা হয়েছে। এই দুই দেশের চিকিৎসকদের জন্য বাড়তি ৮ দফা পরীক্ষার সংখ্যা বলা হয়েছে। ইরাক ও জার্মান চিকিৎসকদের ক্ষেত্রে যথাক্রমে সাত ও ছয় দফা পরীক্ষার কথা বলা হয়েছে। ভারতের ক্ষেত্রে ৫ দফা বাড়তি পরীক্ষার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

জেনারেল মেডিক্যাল কাউন্সিলের ডেপুটি চিফ এক্সিউটিভ সুসান গোল্ডস্মিথ। তিনি বলেন, আমাদের বিশ্বাস যুক্তরাজ্যে চিকিৎসকরা ভালো অনুশীলন করে থাকেন। রোগীরাও ভালো সেবা পান। আমরা এখন একটি মেডিক্যাল লাইসেন্সিং মূল্যায়নের ব্যাপারে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। যুক্তরাজ্যে  প্র্যাকটিস করতে ইচ্ছুক সব চিকিৎসকের জন্যই এটা প্রযোজ্য হবে; তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড দুনিয়ার যে কোনও প্রান্তেই হোক না কেন!

/এমপি/

 

সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ