X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় পুতিন-এরদোয়ান ঐকমত্য

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৭, ২৩:৫৯আপডেট : ০৪ মে ২০১৭, ০০:০৪

রজব তাইয়্যেব এরদোয়ান এবং ভ্লাদিমির পুতিন গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় একটি সেফ জোন বা নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় একমত হয়েছে রাশিয়া ও তুরস্ক। বুধবার রাশিয়ার সোচি শহরের কৃষ্ণ সাগর অবকাশ কেন্দ্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এ সময় দুই নেতা সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ওপর জোর দেন।

সাক্ষাৎ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে রাশিয়া ও তুরস্কের একটি যুগপৎ অবস্থান রয়েছে। এতে পরিস্থিতি শান্ত হবে। যুদ্ধ বন্ধে এটা ইতিবাচক ভূমিকা রাখবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, তার বিশ্বাস সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এরদোয়ান বলেন, সিরিয়ায় যুদ্ধবিরতিতে সহযোগিতা করতে আমরা উভয়েই একমত। রাজনৈতিক সংলাপের নিশ্চয়তার জন্য সব ধরনের সংঘাত বন্ধ করতে হবে। এর মাধ্যমেই সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা সম্ভব।

এর আগে মঙ্গলবার সিরিয়ায় যুদ্ধবিরতির একটি উপায় খুঁজে বের করতে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস এবং রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের পৃথক বিবৃতিতে দুই নেতার এ আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার দুর্দশা সব সীমা অতিক্রম করেছে। সেখানে সহিংসতা বন্ধে সব পক্ষের অংশগ্রহণে প্রয়োজনীয় সবকিছুই করতে হবে। টেলিফোন আলাপে দুই নেতা এ বিষয়ে একমত হয়েছেন। অন্তরঙ্গ আলোচনায় সিরিয়ায় মানবিক সহায়তার জন্য একটি নিরাপদ বা সংঘাতমুক্ত অঞ্চল গঠনের বিষয়টিও উঠে আসে।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, শক্তিশালী অস্ত্রবিরতি কার্যকরের লক্ষ্যে কাজ করতে একমত হয়েছেন দুই নেতা। সিরিয়ায় একটি প্রকৃত সমাধানে আসতে পদক্ষেপ নেবেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প-পুতিন আলাপের একদিনের মাথায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আলাপেও এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেন রুশ প্রেসিডেন্ট। সূত্র: বিবিসি, আরটি, টিআরটি ওয়ার্ল্ড।

/এমপি/

সম্পর্কিত
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বশেষ খবর
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ