X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হামলার পরিকল্পনা এক মাস আগেই জানতো হাশেম

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৭, ১২:২৮আপডেট : ২৫ মে ২০১৭, ১৩:২২
image

সালমান ও হাশেম
ম্যানচেস্টার হামলার সন্দেহভাজন আত্মঘাতী সালমান আবেদির পরিকল্পনার কথা এক মাসেরও বেশি সময় আগে থেকে জানতো তার ছোট ভাই হাশেম আবেদি। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাশেম এ স্বীকারোক্তি দেয় বলে দাবি করেছে লিবীয় পুলিশ।

ইসলামিক স্টেট (আইএস)-র সঙ্গে জড়িত থাকা ও ত্রিপোলিতে হামলার পরিকল্পনা করার সন্দেহে সালমানের ভাই হাশেম ও তার বাবা রমজানকে গ্রেফতার করা হয়। সালমানকে সুইসাইড ভেস্ট তৈরিতে হাশেমই সহযোগিতা করেছে বলেও অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর বুধবার রাতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী হাশেম আবেদিকে ম্যানচেস্টার হামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানায় লিবিয়ার সন্ত্রাসবিরোধী ইউনিট। তাদের দাবি, হাশেম যে আগে থেকেই এ পরিকল্পনার কথা জানতো তা স্বীকার করেছে। হাশেম জানিয়েছে, গত এপ্রিলে আত্মঘাতী সালমানের সঙ্গে দেখা করতে ম্যানচেস্টার গিয়েছিল সে। তখন সে এ হামলার পরিকল্পনার কথা জানতে পারে। ১৬ এপ্রিল লিবিয়া ফিরে এলেও সালমানের সঙ্গে যোগাযোগ হতো বলে জানায় হাশেম।

গোয়েন্দাদের দাবি হাশেমের সঙ্গে আইএস-এর সংযোগ রয়েছে এবং সে ত্রিপোলিতে হামলা চালানোর পরিকল্পনা করছিল।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল জানায়, ম্যানচেস্টার হামলার পরদিন মঙ্গলবার রাতে ত্রিপোলির স্পেশাল ডিটারেন্ট ফোর্স (এসডিএফ) ত্রিপোলির বাড়িতে অভিযান চালিয়ে হাশেমকে গ্রেফতার করে। এসডিএফ-এর দাবি, অভিযানের সময় হাশেম তার ভাই সালমানের  পাঠানো ২৫০০ পাউন্ড সমপরিমাণ অর্থ সংগ্রহের চেষ্টা করছিল। বোমা হামলার আগে ভাইকে ওই টাকাগুলো পাঠিয়েছিল সালমান। মাঝে মাঝেই এভাবে হাশেমের কাছে টাকা পাঠানো হতো।

বুধবার দুপুরে সালমানের বাবা রমজানকেও গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরের দিকে সালমানের আরেক ভাই ইসমাইলকে ম্যানচেস্টার থেকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।

২২ মে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো ওই হামলায় ২২ জন নিহত আর ৬৪ জন আহত হয়। হামলার প্রতিক্রিয়ায় ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত হয়ে যায়। তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে সারাবিশ্বে। প্রাথমিকভাবে নিরাপত্তা সূত্র দাবি করে, এটা এক ব্যক্তির সংঘটিত (লোন উলফ) হামলা। তবে মঙ্গলবার সেই অবস্থান থেকে সরে তারা হামলায় একাধিক মানুষের জড়িত থাকার সন্দেহের কথা জানায়। ম্যানচেস্টারের সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী সালমান আবেদির বাবা-মা ছিলেন লিবীয় শরণার্থী। সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির রোষানল থেকে বাঁচতে লিবিয়া ছেড়ে পরিবারকে নিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেন সালমানের বাবা রমজান। সেখানে ২৫ বছর কাটানোর পর আবারও লিবিয়ায় ফিরে যান রমজান। ম্যানচেস্টারে জন্মগ্রহণকারী সালমান আবেদি স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করতো। এরপর সালফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্টে ভর্তি হয় সে। কোর্স শেষ করার আগেই সে ঝরে পড়ে। বেশ কয়েকবার লিবিয়ায় আসা-যাওয়া করেছে সে। 

/এফইউ/

সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ