X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অভিযানে নিহত মস্কোর সেই বন্দুকধারী

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৭, ১১:২২আপডেট : ১১ জুন ২০১৭, ১১:২৭

 

মস্কো পুলিশের সতর্ক প্রহরা যৌথ বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন মস্কোর রামেনস্কি উপশহর অঞ্চলের কেরাতোভা গ্রামে হামলা চালানো সেই বন্দুকধারী।

শনিবার ইগর জেনকোভ নামের ওই বন্দুকধারীর অতর্কিত হামলায় তার চার প্রতিবেশী নিহত হন। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যম জানান, ইগর জেনকোভ আগে রাশিয়ার জরুরি নিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্ধারকর্মী ছিলেন। তিনি মস্কো উপশহরের বিভিন্ন এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বোমা ও গোলাবারুদ অবৈধভাবে অনুসন্ধানের কাজ করতেন।

স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস জানায়, ভয়াবহ এই ঘটনাটি মস্কো রিং রোড থেকে ২০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার কেরাতোভা গ্রামের। শনিবার বিকেলে সেখানকার এক আবাসিক বাড়িতে স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

প্রায় আধা ঘণ্টা ধরে থেমে থেমে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। এ সময় হামলাকারী পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। রুশ গণমাধ্যমের খবরে বলা হয়, গোলাগুলি থেমে যাওয়ার পর ওই বাড়িটি পুলিশ ঘিরে রাখে। কেরাতোভা গ্রাম ও আশপাশের কিছু এলাকায় বাড়তি পাহারা বসানো হয়। ঘটনার পরপরই মস্কো অঞ্চলের পুলিশের বিভাগীয় প্রধান ভিক্তর পাউকোভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, ৪৯ বছর বয়সী ইগর নিজের রাইফেল দিয়ে নির্বিচারে নিরীহ মানুষের ওপর গুলি চালায়; এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার তদন্ত কমিটি ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা করেছে।
/বিএ/

 

 

সম্পর্কিত
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
সর্বশেষ খবর
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির