X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার অনুরোধ দক্ষিণ কোরিয়ার

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৮, ১২:২০আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১২:২৩

 

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কারণে যাতে নিজ দেশের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত না সেজন্য ‘সর্বোচ্চ নমনীয়তা’ রাখার আহ্বান জানিয়েছে  দক্ষিণ কোরিয়া। এনিয়ে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী। কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী কাং কিয়াং

২০১৫ সালের জুলাইয়ে ভিয়েনায় পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ছয় পরাশক্তি।গত মে মাসে ওই চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফ থেকে হুমকি দেওয়া হয়, ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানের তেল রফতানি আয় শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায় তারা। এজন্য তারা বিভিন্ন দেশের ওপর হুমকি ও চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার মধ্যেও ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীন, ভারতসহ ইউরোপের মার্কিন মিত্র দেশগুলো। এবার দক্ষিণ কোরিয়াও তেল আমদানি অব্যাহত রাখার জন্য নিষেধাজ্ঞা শিথিল করতে অনুরোধ জানালো।

যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া এশিয়ায় ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতাদের একটি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হওয়ায় আগেই দেশটি ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে। ২০১২ সালের পর এবারই প্রথম দেশ ইরানি তেল আমদানি শূন্য পর্যায়ে নামিয়ে এনেছে। এছাড়া ইরানে বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত থাকায় দক্ষিণ কোরীয় কোম্পানিগুলোও আর্থিক সমস্যার কারণে তাদের চুক্তি বাতিল করেছে।  এই অবস্থায় ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য বেশ ক্ষতির মুখে আছে দেশটি। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার অনুরোধ জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের পররাষ্ট্র মন্ত্রী কাং কিয়াং সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে কথা বলেছেন। এতে বলা হয়, কাং কিয়াং তার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টিতে সর্বোচ্চ নমনীয়তা রাখার অনুরোধ করেছেন যাতে দক্ষিণ কোরিয়া তার কোম্পানিগুলোর সর্বনিম্ন ক্ষতির পরিমাণ কমিয়ে আনার সুযোগ পায়।

বিবৃতিতে বলা হয়, পম্পেও বলেছেন, তিনি সিউলের এই অবস্থানটি আমলে নিচ্ছেন। আর এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। 

জাপান ও দক্ষিণ কোরিয়া কিছুটা ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কিছুটা ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। সর্বশেষ ২০১২ সালে শেষ হওয়া  নিষেধাজ্ঞায় দেশ দুটি ছাড় পেয়েছিল। তবে এবার যুক্তরাষ্ট্র অনেক বেশি কঠোর অবস্থান নিয়ে আছেন। 

 

/আরএ/
সম্পর্কিত
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ট্রাম্পের হুমকির জবাবে যা বললো ব্রিকসভুক্ত দেশগুলো
সর্বশেষ খবর
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স