X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় পাকিস্তানে ভারতের হামলা

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০২

মঙ্গলবার ভোরে আজাদ কাশ্মিরে পরিচালিত ভারতীয় বিমান হামলার ভয়াবহতা নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাসিন্দারা। তারা জানান, সে সময় খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিলো। বারবার বিকট আওয়াজ হচ্ছিলো।

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় পাকিস্তানে ভারতের হামলা

১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পুলওয়ামায় আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ জন সদস্য। পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধনে ওই হামলা সংঘটিত হয়েছে দাবি করে তখন থেকেই সামরিক হামলার হুমকি দিয়ে আসছিলো ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।


মোহাম্মদ আদিল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তার বাড়ির কাছেই হামলা হয়েছে এবং এমন একজন আহত হয়েছেন, যাকে ব্যক্তিগতভাবে চেনেন তিনি। তিনি বলেন, খুবই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিলো তখন। আমরা অনেক বিকট আওয়াজ শুনছিলাম। এর পাঁচ-দশ মিনিট পরই বিস্ফোরণের আওয়াজ পাই। আমরা সারা রাত ঘুমাতে পারিনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একই সময়ে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ওয়াজিদ শাহ নামে আরেক প্রত্যক্ষদর্শী জানান, মনে হচ্ছিলো কেউ রাইফেল দিয়ে ‍গুলি চালাচ্ছিলো। আমরা তিনবার এমন শব্দ পাই। এরপর সব নীরব।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আজমল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা অনেক গাছ পড়ে থাকতে দেখেছি। এছড়া একটি বাড়ি ও চারটি ক্রেটারও ধ্বংস হয়ে গেছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটে বলেন, ভারতীয় বিমানবাহিনীর বিমান খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটের কাছে বোমা বর্ষণ করে। জবাবে পাকিস্তানি বিমান বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’