X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৯, ১৩:৫২আপডেট : ১১ মে ২০১৯, ১৪:২৬

ভ্রমণের ক্ষেত্রে অব্যহত বৈপ্লবিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে জাপান। ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিসম্পন্ন ট্রেনটি ২০৩০ সাল নাগাদ যাত্রী পরিবহন শুরু করতে পারবে বলে মনে করা হচ্ছে। চীনা ফাক্সিং ট্রেন বর্তমানে বিশ্বের সবথেকে দ্রুতগতির ট্রেন হিসেবে বিবেচিত। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু

চীনের ফাক্সিং ট্রেন ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। শুক্রবার সিনকানসেন ট্রেনের আলফা-এক্স সংস্করণটির তিন বছর মেয়াদী পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম ট্রেনটি পুরোদমে চলতে শুরু করবে ২০৩০ সাল নাগাদ। আর শুক্রবার থেকে শুরু হওয়া এর পরীক্ষামূলক চালনা চলবে আরও তিন বছর। শিনকানসেন বুলেট ট্রেনের আলফা-এক্স প্রযুক্তির এ ট্রেন ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে চলতে সক্ষম হলেও, বাস্তবে এটি তার পূর্ণ সক্ষমতা কাজে লাগাবে না। পুরোদমে চালু হওয়ার পর এটি ঘণ্টায় ৩৬০ কিলোমিটার বেগে ছুটবে, যা নিঃসন্দেহে একে বিশ্বের দ্রুততম ট্রেনে পরিণত করবে।

সেন্দাই ও আমোরি শহরের মধ্যকার লাইনের ট্রেনটির পরীক্ষা চালানো হবে। দুই শহরের মধ্যকার সোজাসুজি দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার। টানেলে প্রবেশের সময় বিপুল বাতাসের শক্তি প্রতিরোধে ট্রেনটির সামনে প্রায় ২২ মিটার লম্বা নাকের মতো মসৃণ অংশ রয়েছে। ধাতব রুপালি রংয়ের মধ্যে সবুজ দাগ কাটা ট্রেনটিতে দশটি বগি রয়েছে। সপ্তাহে দুই দিন করে মধ্যরাতের পর ট্রেনটির পরীক্ষা চালানো হবে। তখন এই লাইনটি তুলনামূলক কম ব্যস্ত থাকে।

বিশ্বের প্রসিদ্ধ দ্রুতগতি সম্পন্ন ট্রেন সার্ভিস সিনকানসেন এর আলফা-এক্স সংস্করণ ভবিষ্যতে এই সেবাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর মাত্র এক বছর আগে জাপানের দ্রুত গতির সিনকানসেন এন৭০০এস ট্রেনটির পরীক্ষা শুরু করে। এই মডেলটি ২০২০ সাল নাগাদ ট্রেন সার্ভিসের নিয়মিত বহরে যুক্ত হতে পারবে। তবে এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার। তবে একই এন৭০০ সিরিজের ট্রেন সহজেই আলফা-এক্স ট্রেনের গতি অতিক্রম করতে পারে।

২০২০ সালে টোকিও-তে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের প্রস্তুতি হিসেবে বিলাসবহুল নতুন মডেলের ট্রেন চালুর চেষ্টা করছে জাপান। পরীক্ষামূলক যাত্রার সময় চাইলে আলফা এক্স বুলেট ট্রেন ৪০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম হতে পারে। তবে এই গতি দিয়ে জাপান রেলওয়ের ম্যাগনেটিক ট্রেনের রেকর্ড ভাঙা গতি ছোঁয়া সম্ভব হবে না। ম্যাগলেভ নামে জাপানের ম্যাগনেটিক ট্রেনটি ২০১৫ সালে পরীক্ষামূলক লাইনে ঘণ্টায় ৬০৩ কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
সর্বশেষ খবর
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!