X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

আমিরাতের সমুদ্র বন্দরে বিস্ফোরণের ঘটনায় ইরানকে দুষছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৯, ১০:১২আপডেট : ১৪ মে ২০১৯, ১২:১৪
image

সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা সমুদ্রবন্দরে বিস্ফোরণের ঘটনায় ইরাকে দুষছে যুক্তরাষ্ট্র। সোমবার একজন মার্কিন কর্মাকর্তা বলেছেন, আমেরিকার একটি সামরিক দলের প্রাথমিক ধারণা অনুযায়ী, ইরানের ইন্ধনেই ওই হামলা চালানো হয়েছে। রবিবার দিনের প্রথম ভাগে চারটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এ বিস্ফোরণ ঘটানো হয়। 

আমিরাতের সমুদ্র বন্দরে বিস্ফোরণের ঘটনায় ইরানকে দুষছে যুক্তরাষ্ট্র

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সে দেশের পানিসীমার কাছে এই ‘অন্তর্ঘাতমূলক হামলা’ বিস্ফোরণ ঘটানো হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফুজাইরা বন্দরের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজগুলোকে নাশকতামূলক তৎপরতার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এসব জাহাজের কর্মীদের জীবন বিপন্ন করা হয়েছে।

তদন্তের ব্যাপারে জনসম্মুখে কিছু বলার এখতিয়ার নেই, এমন একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, বিস্ফোরণের কবলে পড়া ৪টি জাহাজেই ৫ থেকে ১০ ফুট ফুটো দেখা গেছে। তাদের ধারণা, বিস্ফোরণের কারণেই জাহাজগুলো ফুটো হয়েছে। আমিরাতের অনুরোধে মার্কিন সামরিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনা তদন্তে সেখানে গেছেন।

ওই কর্মকর্তা তদন্তের বিস্তারিত জানাতে সক্ষম হননি। ঠিক কী কারণে এ ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সে সম্পর্কেও কিছু বলতে পারেননি তিনি। তবে মার্কিন প্রতিক্রিয়ার আগেই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে আশঙ্কা প্রকাশ করা হয়, এ ঘটনাকে তেহরানের ওপর সামরিক হামলার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে আমিরাতের মিত্র যুক্তরাষ্ট্র।

এর আগে রবিবার দিনের শুরুতে লেবাননভিত্তিক আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানায়, আল-ফুজাইরা তেল ট্যাংকার টার্মিনালের সাতটি ট্যাংকারে ভয়াবহ আগুন লেগেছে। টার্মিনাল থেকে কয়েকটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথমে আমিরাতি কর্তৃপক্ষ এ খবর অস্বীকার করলেও পরে আগুন ধরে যাওয়া জাহাজের নাম প্রকাশ হয়ে গেলে কর্তৃপক্ষ চারটি জাহাজে বিস্ফোরণের কথা স্বীকার করে।

/বিএ/
সম্পর্কিত
যুদ্ধাপরাধের অভিযোগনেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
নিহত রাইসিপাল্টাবে না ইরানের নীতি, উসকে দিতে পারে ক্ষমতার লড়াই
ইরানের ভাইস-প্রেসিডেন্ট মোখবার সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ