X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তুর্কি অভিযানের বিরুদ্ধে কুর্দি লড়াইয়ে সিরীয় বাহিনীর প্রবেশ

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৯, ০২:০০আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০২:০৪

কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি বাহিনী ও তার মিত্রদের বিরুদ্ধে অভিযান চালানো শুরু করেছে সিরিয়ার সেনাবাহিনী। অবরুদ্ধ কুর্দিরা নিরাপত্তার শর্তে গুরুত্বপূর্ণ শহরগুলো দামেস্কের কাছে হস্তান্তরে সম্মত হওয়ার একদিন পর এই অভিযান শুরু হয়। সোমবার আঙ্কারার প্রতি অনুগত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী কুর্দি নিয়ন্ত্রিত মানবিজ শহরে হামলা শুরু করেছে। এক বিদ্রোহী কমান্ডার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছে, এই হামলায় তাদের সমর্থন দিচ্ছে তুরস্কের গোলন্দাজ বাহিনী আর বিমান। এসব বিদ্রোহীরা কুর্দি যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার শাসক সেনাবাহিনীর বিরুদ্ধেও সংঘর্ষে জড়াচ্ছে। তুর্কি অভিযানের বিরুদ্ধে কুর্দি লড়াইয়ে সিরীয় বাহিনীর প্রবেশ

গত সপ্তাহে সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি নিয়ন্ত্রিত এলাকা থেকে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সেনা সরিয়ে নেওয়ার পর সেখানে অভিযান শুরু করে তুরস্ক। রবিবার তুরস্কের সামরিক অভিযান মোকাবিলায় সিরিয়ার সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁঝানোর কথা জানায় সিরীয় কুর্দিরা। সমঝোতা অনুসারে তুরস্কের অভিযান ঠেকাতে সিরিয়ার সরকার দেশটির উত্তরাঞ্চলে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেয়।

সেনা প্রত্যাহারের পরেও মানবিজের ৪ মাইল পশ্চিমে আল-সাইদিয়া গ্রামে যুক্তরাষ্ট্রের কিছু সেনা রয়ে গেছে। সোমবার সিরিয়ার সেনা প্রবেশ ঠেকাতে কোবানের একটি সেতুতে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক যান।

সোমবার সিরিয়ার সেনাবাহিনী তাল তামর শহরে পৌঁছানোর কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে তারা তুর্কি সীমান্তের ২০ মাইলের মধ্যে পৌঁচে গেছে। সোমবার বিকেলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরকারি সেনাদের সীমান্তের ২১ মাইল দূরের শহর আইন ইসায় প্রবেশের ছবি প্রচারিত হয়েছে।

সিরীয় সেনাবাহিনী ও তুরস্কের সেনাবাহিনী ও তাদের মিত্রদের মধ্যকার লড়াই ওই অঞ্চলে আটক ১১ হাজার আইএস যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। রবিবার ওই এলাকার বন্দি শিবির থেকে জঙ্গি গোষ্ঠী সংশ্লিষ্ট প্রায় সাড়ে সাতশো জন পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে সিরীয় অঞ্চলে তুরস্কের আগ্রাসন মোকাবিলায় উত্তর দিকে অগ্রসর হয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী।

কোবানের সামরিক কাউন্সিলের নেতা ইসমত শেখ হাসান স্থানীয় টেলিভিশনকে বলেন, সবকিছুর পর এটা কুর্দি জনগণের ভাগ্য। আমরা যা পারি তার সবকিছুই করেছি, আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি...কিন্তু কোনও সমাধান আসেনি। আমরা সব কুর্দি গ্রুপগুলোকে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছি, কিন্তু কেউ শোনেনি।

প্রসঙ্গত, আইএসবিরোধী লড়াইয়ে ২০১৫ সাল থেকে সিরিয়ান কুর্দি ফোর্সকে (এসডিএফ) প্রশিক্ষণ ও তহবিল যোগান দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে এসডিএফকে আঙ্কারা বিরোধী কুর্দি বাহিনী বিবেচনা করে থাকে তুরস্ক।

 

/জেজে/
সম্পর্কিত
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার