X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ভারতের দিকে নজর দিলে উপযুক্ত জবাব দেওয়া হবে: রাজনাথ

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৯, ০৮:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১০:০৯

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তার দেশের দিকে কেউ বাজে নজর দিলে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। মঙ্গলবার দিল্লিতে এক নৌ-কমান্ডার সম্মেলনে বক্তব্য দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
রাজনাথ বলেন, ‘ভারত কখনই আক্রমণাত্মক হয়নি। আমরা কখনও কোনও দেশে আগে আক্রমণ করিনি। কিন্তু যে আমাদের দিকে খারাপ দৃষ্টি দিয়ে দেখবে তার উপযুক্ত জবাব দিতে আমরা তৈরি আছি।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে আমাদের সামুদ্রিক শক্তি ও সীমান্ত, নৌবাহিনীর নিরাপদ হাতে রয়েছে। আগের চেয়ে আজ আমাদের সুরক্ষা ব্যবস্থা এতোটাই শক্ত যে, এখন আমরা মুম্বাই হামলার মতো কোনও ঘটনা ঘটতে দেবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নৌবাহিনী দেশীয় সরঞ্জাম ব্যবহার করে দেশের সীমান্ত রক্ষা করছে।’

রাজনাথ সিং বলেন, ‘প্রয়োজন হলে সরকার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করবে। আমাদের তিন বাহিনী আমদানি করা সরঞ্জামের উপর নির্ভরতা হ্রাস করার চেষ্টা করছে।’

১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ভূমিকা পালনের জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, পাকিস্তানের বোঝা উচিত যে, আজ আমাদের সরকারের দৃঢ় সংকল্পবদ্ধ। নৌবাহিনীর বহরে আমরা সাবমেরিন আইএনএস খান্ডেরিকে অন্তর্ভুক্ত করার ফলে ওদেরকে আরও বড় ধাক্কা দিতে সক্ষম।

তিনি বলেন, দুনিয়ার যে কয়েকটি দেশ সাবমেরিন তৈরি করতে পারে সেই তালিকায় ভারতের নাম রয়েছে। এটা খুবই গর্বের বিষয়। যারা আমাদের অঞ্চলে শান্তি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী কঠোর পদক্ষেপ নেবে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বশেষ খবর
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?