X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

সিনাই উপত্যকায় ৮৩ জঙ্গিকে হত্যার দাবি মিসরীয় সেনাবাহিনীর

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৯, ০০:৫৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৫:৩৪

গত মাসে সিনাই উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে বিভিন্ন অভিযানে ৮৩ জন সন্দেহভাজন জঙ্গিকে হত্যার দাবি করেছে মিসরের সেনাবাহিনী। তবে তারা কোন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত সে বিষয়ে কিছু বলা হয়নি। উল্লেখ্য, ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিসরের সিনাই উপত্যকায় সংঘাত বাড়তে শুরু করে।  সিনাই উপত্যকায় ৮৩ জঙ্গিকে হত্যার দাবি মিসরীয় সেনাবাহিনীর

২০১৭ সালের শেষ দিকে এর উত্তরাঞ্চলে আধুনিক মিসরের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। ওই সময়ে এক মসজিদে হামলা চালিয়ে ৩০০ জন মুসল্লিকে হত্যা করা হয়। তবে এর দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। সিনাই উপত্যকা থেকে আইএস ও এর সংশ্লিষ্ট গোষ্ঠী দমনে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অভিযান শুরু করে সেনাবাহিনী। এসব অভিযানে হাজারো সন্দেহভাজন জঙ্গি ও সেনা সদস্য নিহত হয়েছে।

সোমবার মিসরের সেনাবাহিনী জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর থেকে নতুন করে অভিযান শুরু করে তারা। এক মাসের অভিযানে ৮৩ জন সন্দেহভাজন জঙ্গি নিহত ছাড়াও ৬১ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৩৭৬টি বিস্ফোরক উদ্ধার করে ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে সেনাসূত্র।

সিনাই উপত্যকার উত্তরাঞ্চলে প্রবেশের ক্ষেত্রে বেশ বছর ধরেই কড়াকড়ি রয়েছে। ফলে সেখানকার পরিস্থিতি নিরপেক্ষভাবে তদন্ত করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এ বছরের মে মাসে সিনাই উপত্যকা নিয়ে ১৩৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এতে অভিযোগ করা হয় মিসরের নিরাপত্তা বাহিনী বেসামরিক মানুষের ওপর ব্যাপক নিপীড়ন চালিয়েছে। এসব নিপীড়নের বেশ কিছু ঘটনা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে বলে মন্তব্য করা হয় ওই প্রতিবেদনে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
চাপে পড়ে অস্ত্রভাণ্ডার সীমিত করার পথে হিজবুল্লাহ
ইসরায়েলি বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল, যেন এক বিশাল কারাগার
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ