X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বড় পরিসরে বন্দি বিনিময়ে সম্মত ইয়েমেনে যুদ্ধরত দুই পক্ষ

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:২১

জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে যুদ্ধরত দুই পক্ষ বড় পরিসরে বন্দি বিনিময় করতে সম্মত হয়েছে। জর্ডানের রাজধানী আম্মানে হুথি বিদ্রোহী ও ইয়েমেন সরকারের মধ্যে সাত দিন ব্যাপী বৈঠকের পর রবিবার এই বন্দি বিনিময়ের ঘোষণা দেওয়া হয়। ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘ দূত এক বিবৃতিতে জানিয়েছেন, শিগগিরই বন্দিদের তালিকা বিনিময়ের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে। বড় পরিসরে বন্দি বিনিময়ে সম্মত ইয়েমেনে যুদ্ধরত দুই পক্ষ

সম্প্রতি ইয়েমেনের গৃহযুদ্ধে সহিংসতা বেড়েছে। স্থানীয় সময় গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি আরবের একটি টর্নেডো বিমান ভূপাতিত হয়। হুথি বিদ্রোহীরা বিমানটি ভূপাতিত করার স্বীকারোক্তি দেয়। এর জবাবে ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দেশটির  ৩১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়।  বলে জানিয়েছে জাতিসংঘ। হুথি বিদ্রোহীরা সৌদি বিমান ভূপাতিতের স্বীকারোক্তি দেওয়ার পর এই হামলা চালানো হয়। সহিংসতা বৃদ্ধি সত্ত্বেও সংকট সমাধানে আলোচনা অব্যাহত রাখে দুই পক্ষ।

রবিবার ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিথ এক বিবৃতিতে বলেন, আজ পক্ষগুলো আমাদের দেখিয়ে দিয়েছে যে, ‘মাঠ পর্যায়ে চ্যালেঞ্জ বাড়তে থাকলেও তাদের ইতিবাচক ফলাফল বয়ে আনার আত্মবিশ্বাস রয়েছে’।

তবে কত জন বন্দি বিনিময় করা হবে সেই বিষয়ে কিছু জানাননি জাতিসংঘ দূত। তবে বন্দি সংশ্লিষ্ট বিষয় দেখভাল করা হুথি কর্মকর্তা আবদুল কাদের আল মুর্তজা এক টুইট বার্তায় জানিয়েছেন, প্রথম ধাপে দুই পক্ষ ১৪০০-এরও বেশি বন্দি বিনিময় করবে। তালিকা চূড়ান্ত করতে আরও দুই দিন আলোচনা চলবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, পাঁচ বছর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে  এ যুদ্ধে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ