সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২ মার্চ) এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আগামী ৮ মার্চ রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়বেন বলে ভাবছেন তিনি। তবে এই বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি প্রধানমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তম মুখ নরেন্দ্র মোদি। শুধুমাত্র ফেসবুক পেজে লাইকের সংখ্যার দিক দিয়ে তার থেকে অনেক পেছনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা। সেই সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়তে চাওয়ায় জোর আলোচনা শুরু হয়েছে।
সোমবার রাতে টুইটারে তিনি লিখেছেন, ‘এই রবিবার, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবের সব অ্যাকাউন্ট ছেড়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করছি। পরে পোস্ট করে জানাবো।’ এই বিষয়ে যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী দফতরের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে পুরো পরিকল্পনা প্রকাশ করা হবে।
This Sunday, thinking of giving up my social media accounts on Facebook, Twitter, Instagram & YouTube. Will keep you all posted.
— Narendra Modi (@narendramodi) March 2, 2020
এরপর প্রধানমন্ত্রীর সমালোচনা করেন বিরোধীরা। মোদির পোস্টের কিছুক্ষণের মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, ‘ সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নয়, ঘৃণা ছাড়ুন।’