X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

করোনায় ইতালির জীববৈচিত্র্যে পরিবর্তন, ফিরছে ডলফিন-রাজহাঁস

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২০, ১৬:০১আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৬:২৯

ইতালিতে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে সেখানকার জীববৈচিত্র্যে খানিকটা পরিবর্তন দেখা যাচ্ছে। ইতালীয় উপকূল ও ভেনিস খাল থেকে দূরে চলে যাওয়া প্রাণীকুল আবার ফিরে আসতে শুরু করেছে সেখানে।  করোনা পরিস্থিতিতে মূলত পর্যটক ও জাহাজের সংখ্যা কমে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে মনে করছেন, করোনার পরিস্থিতিতে মানুষ কোয়ারেন্টিনে থাকায় প্রকৃতি নিজের আসল রূপ ফিরে পেতে শুরু করেছে। 

করোনায় ইতালির জীববৈচিত্র্যে পরিবর্তন, ফিরছে ডলফিন-রাজহাঁস

চীনের পর করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর শীর্ষে অবস্থান ইতালির। গত বছরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এ পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণ কেড়েছে আট হাজার ৯৮৮ জন মানুষের। এদের বেশিরভাগই চীনের বাসিন্দা। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৭১৩ জন। এদের মধ্যে ২ হাজার ৯৭৮ জন প্রাণ হারিয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ৩ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, জাদুঘর, থিয়েটার, সিনেমা, স্টেডিয়াম, কনসার্টসহ জনসমাগমের স্থানসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যান্য দেশের সঙ্গে বিচ্ছিন্ন করা হয়েছে যোগাযোগ। জলপথেও আরোপ করা হয়েছে নিয়ন্ত্রণ।  

ইতালিতে করোনা প্রতিরোধে নেওয়া সুরক্ষা ব্যবস্থার কারণে ভেনিসের পানি পরিষ্কার হতে শুরু করেছে। উপকূলে ফিরতে শুরু করেছ ডলফিন। এসব ছবি ও ভিডিও টুইটারে শেয়ার করছেন সে দেশের মানুষ। এক টুইটার ব্যবহারকারী বলেন, ‘ভেনিস এমন স্বচ্ছ পানি অনেকদিন দেখেনি। ডলফিনও আসতে শুরু করেছে। প্রকৃতি যেন আবার এখানে নতুন করে সবকিছু শুরু করছে।’

করোনায় ইতালির জীববৈচিত্র্যে পরিবর্তন, ফিরছে ডলফিন-রাজহাঁস

একটি ছবির কোলাজে ইতালীয় বন্দরে ডলফিন দেখা যাচ্ছে। এছাড়া ভেনিস খালের পানিও অনেকদিন পর স্বচ্ছ হতে শুরু করেছে। মূলত জলপথের বাহনের সংখ্যা কমে আসায় পানি পরিষ্কার হতে শুরু করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম এসকোয়ার জানায়, কাগিলিয়ারি বন্দরে ডলফিন দেখা গেছে। ডব্লিউ ম্যাগাজিন জানায়, এই অঞ্চলে ডলফিনের দেখা পাওয়া দুর্লভ ব্যাপার। তবে বেশ কয়েকজন তা দেখেছে এবং টুইটারে তা শেয়ার করতে শুরু করেছেন। সেই ছবিগুলোতে ডলফিন ছাড়া রাজহাঁসেরও দেখা মিলেছে। ইকাভেরি নামে এক ব্যবহারকারী টুইট করে জানান, ‘হাঁসেরা ফিরে এসেছে। তাদের দেখা যাচ্ছে।’

করোনায় ইতালির জীববৈচিত্র্যে পরিবর্তন, ফিরছে ডলফিন-রাজহাঁস

কোসোডেলিরানতে চারটি ছবি টুইট করে লেখেন, ‘রোমের ঝর্ণায় আবার হাঁস এসেছে। ভেনিসের পানি এখন পরিষ্কার এবং তাতে মাছ দেখা যাচ্ছে। কমে গেছে বায়ুদূষণ। কোয়ারেন্টাইনের এই সময়ে প্রকৃতি যেন নিজের জায়গা ফিরে পেয়েছে।’ এর মধ্যে একটি ছবিতে ডলফিন দেখা গেছে। আরেকটি ছবিতে দেখায় যায় একটি শুকর রাস্তার মাঝে চলে এসেছে।

বব রবিনসন নামে একজন ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায় ইতালীয় বন্দরে ডলফিন লাফ দিচ্ছে। তিনি লেখেন, ‘উপকূলে জাহাজ ও মানুষের চলাচল কমে যাওয়ায় ডলফিন ফিরতে শুরু করেছে। ’

টম নামে একজন টুইট করেন, ‘পৃথিবী সুস্থ হচ্ছে। বায়ু দূষণ কমছে, পানি দূষণ কমছে, প্রাণিকূল স্বাভাবিক হতে শুরু করেছে। আসলে করোন ভাইরাসই পৃথিবীর ঔষধ। আমরাই ভাইরাস।’

 

/এমএইচ/ বিএ/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ