X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কলকাতায় বাস ভাড়া তিনগুণ করার প্রস্তাব

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২০, ১৭:৪৫আপডেট : ১৬ মে ২০২০, ১৭:৫০

আগামী ১৮ মে থেকে ভারতে ফের লকডাউন জারির ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এর মধ্যেও বিভিন্ন রাজ্যে স্থানীয় পর্যায়ে বাস, ট্যাক্সি, অটো চালানোর চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী, পশ্চিমবঙ্গেও চলবে বেসরকারি বাস। তবে যে গণপরিবহনগুলো রাস্তায় নামবে সেগুলোকে যাত্রীদের মধ্যে দূরত্ব রাখতে হবে। স্বভাবতই তাই বাসগুলোতে যাত্রী সংখ্যা সীমিত হবে। ২০ জন যাত্রী উঠতে পারবেন একটি বাসে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে নতুন ভাড়ার তালিকা দিয়েছে কলকাতার বেসরকারি বাস মালিকদের সংগঠন। এতে ভাড়া তিনগুণ করার প্রস্তাব করা হয়েছে।

কলকাতায় বাস ভাড়া তিনগুণ করার প্রস্তাব ইতোমধ্যেই কলকাতার রাস্তায় কিছু সরকারি বাস চলছে। আগামী সপ্তাহে লকডাউনের চতুর্থ পর্যায়ে বেসরকারি বাস সার্ভিস তিলোত্তমা রাস্তায় নামবে।

এই পরিস্থিতিতে ঠিক কত ভাড়া হলে রাস্তায় বাস নামাতে পারবেন বেসরকারি বাস মালিকদের সরকারকে তা জানানোর পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তারপরই বেসরকারি বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট জানিয়েছে, বেসরকারি বাসে এবার উঠলেই ২০ রুপি ভাড়া দিতে হবে।

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বেসরকারি বাসে উঠলেই এবার থেকে প্রথম ৪ কিলোমিটার পথ যেতে যাত্রীদের ভাড়া গুণতে হবে ২০ রুপি। তারপর প্রতি ৪ কিলোমিটার অন্তর ভাড়া বাড়বে ৫ রুপি করে। ৫ থেকে ৮ কিলোমিটার দূরত্বে বাস ভাড়া ২৫ রুপি, ৯ থেকে ১২ কিমি দূরত্বে ৩০ রুপি, ১৩ থেকে ১৬ কিমি দূরত্বে ৩৫ রুপি, ১৭ থেকে ২৫ কিমি দূরত্বে ভাড়া ৪০ রুপি হবে৷ তারপর প্রতি কিলোমিটার পিছু ১ রুপি করে ভাড়া বাড়বে।’ তবে এই ভাড়া শুধু কলকাতা মেট্রোপলিটন এরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তবে আপাতত সরকারি বাসের ভাড়া বাড়ছে না।

জেলাগুলোর জন্য প্রস্তাবিত ভাড়া প্রথম চার কিলোমিটারের জন্য ২০ রুপি এবং সাধারণ বাসে এরপর প্রতি কিলোমিটারে ১ দশমিক ৫০ রুপি করে ভাড়া বাড়বে। এক্সপ্রেস বাসের জন্য ভাড়া প্রথম ৬ কিলোমিটারের জন্য ২০ রুপি এবং তারপর প্রতি কিলোমিটার অন্তর ২ রুপি করে বাড়বে। বেসরকারি বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শীতাতপ নিয়ন্ত্রিত বাসের জন্য প্রস্তাবিত ভাড়া প্রথম ৬ কিলোমিটারের জন্য ৫০ রুপি এবং তারপর প্রতি কিলোমিটারে ২ দশমিক ৫০ রুপি করে বাড়বে। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
ভ্রমণ ভিসায় বেনাপোল দিয়ে ৩ দিন ভারতে প্রবেশ বন্ধ
সর্বশেষ খবর
শ্রমজীবী মানুষের জন্য আলাদা বাজেটের দাবি
শ্রমজীবী মানুষের জন্য আলাদা বাজেটের দাবি
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের