X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

করোনার ‘অস্তিত্বের কথা জানতো না’ উহানের ল্যাব

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২০, ১৭:০১আপডেট : ২৪ মে ২০২০, ১৭:০৭

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব শুরুর আগে রোগটির বাহক নতুন করোনাভাইরাস সম্পর্কে কিছুই জানা ছিল না বলে দাবি করেছে উহানের ভাইরোলজি ইনস্টিটিউট। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির পরিচালক ওয়াং ইয়ানয়ি এই দাবি করেন। চীনের এই গবেষণাগারথেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, উহানের ওই ল্যাব থেকেই নতুন করোনাভাইরাসটি ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা,  ওই ল্যাবে কৃত্রিমভাবে ভাইরাসটির জন্ম দেওয়া হয়েছে। এই দাবির প্রতি সমর্থন রয়েছে পশ্চিমা দেশগুলোর একাংশের। তবে বিজ্ঞানীরা এই দাবি নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ কর্মকর্তাদের এমন মনোভাবে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন সরকার। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বাড়াতেই ট্রাম্প প্রশাসন এমন ‘নোংরা’ অভিযোগ করছে বলেও ভাষ্য বেইজিংয়ের।

ইয়ানয়ি সিজিটিএনকে জানিয়েছ্নে, গত বছরের ৩০ ডিসেম্বর উহানে প্রাদুর্ভাব শনাক্তের পর প্রথম একটি ক্লিনিক্যাল নমুনা পেয়ে ভাইরাসটি নিয়ে গবেষণা শুরু হয়। ‘এর আগে ভাইরাসটি সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না। কখনও এর মুখোমুখিও হইনি, গবেষণা বা সংরক্ষণও করিনি। অন্য সবার মতো ভাইরাসটির অস্তিত্বের কথা জানতামই না আমরা। যেটি আমাদের কাছে ছিলই না, সেটি কীভাবে আমাদের এখান থেকে ছড়াবে,’ প্রশ্ন তুলেছেন ইয়ানয়ি।

বাদুড় থেকে আসা দুটি করোনাভাইরাসের সংমিশ্রণে নতুন এ ভাইরাসের উদ্ভব হয়েছে; এমন অনুমানও উড়িয়ে দিয়েছেন ইয়ানয়ি।

নতুন করোনাভাইরাসটি মানুষের তৈরি, এ ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বের অধিকাংশ বিজ্ঞানীই প্রত্যাখ্যান করেছেন। ২৭ ফেব্রুয়ারি ল্যানচেট মেডিকেল জার্নালে লেখা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ ধরনের ষড়যন্ত্র তত্ত্বের নিন্দা জানিয়েছিলেন। বৈজ্ঞানিক প্রমাণের উদ্ধৃতি দিয়ে ‘এই করোনাভাইরাসটি বন্য প্রাণী থেকে আবির্ভূত হয়েছে’ বলে সিদ্ধান্ত জানিয়েছিলেন তারা।

/জেজে/বিএ/
সম্পর্কিত
সিরিয়ার ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
মার্কিন শুল্কনীতিকে ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করলেন ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি