X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ট্রুডোর বাসভবনে ‘বেপরোয়া’ অনুপ্রবেশ, সশস্ত্র বাহিনীর সদস্য আটক

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ১৩:৫৩আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৩:৫৮
image

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও গভর্নর জেনারেল জুলি পায়েট্টের সরকারি বাসভবন এলাকায় অনুপ্রবেশের অভিযোগে এক অস্ত্রধারীকে আটক করেছে কানাডার পুলিশ।  স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে বেপরোয়াভাবে একটি ট্রাক চালিয়ে ওই দুই বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছিলো ওই অভিযুক্ত। তবে ঘটনার সময় ট্রুডো ও পায়েট্টে বাড়িতে ছিলেন না। রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশের (আরসিএমপি) বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে পরিচয় প্রকাশ না করা হলেও সেনাবাহিনী জানিয়েছে, ওই ব্যক্তি সশস্ত্র বাহিনীর সদস্য।

ট্রুডোর বাসভবনে ‘বেপরোয়া’ অনুপ্রবেশ, সশস্ত্র বাহিনীর সদস্য আটক

আরসিএমপি-এর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার একটি কালো পিকআপ ট্রাক নিয়ে অটোয়ার রিডিয়াও হল এলাকার মূল প্রবেশ পথ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ওই অস্ত্রধারী। লোহার গেটের সঙ্গে ধাক্কা লেগে এক পর্যায়ে গাড়িটি নষ্ট হয়ে গেলেও ইতোমধ্যে কয়েকশ’ মিটার ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় এটি। এরপর ওই সে পায়ে হেঁটে একটি গ্রিনহাউসের দিকে এগিয়ে যেতে থাকলে পুলিশ তাকে আটকে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আরসিএমপি’র এক সদস্য ওই সন্দেহভাজনের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছিলেন, আর ততক্ষণে আরসিএমপি’র জরুরি ব্যবস্থা ইউনিটকে ডাকা হয়। সকাল সাতটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

কানাডার সেনাবাহিনী জানিয়েছে, ওই সন্দেহভাজন সশস্ত্র বাহিনীরই সদস্য। এ ব্যাপারে তারা আরসিএমপিকে সহযোগিতা করছে।

গ্লোবাল নিউহের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির হাতে একটি রাইফেল ও দুইটি শটগান ছিল। ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তার ক্ষতি করতে চাননি।

টরন্টো স্টারের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ দুইটি রোবট ব্যবহার করে ট্রাকটিতে তল্লাশি চালিয়েছে। ভেতর থেকে একটি কমলা রঙের কুলার, একটি লেদার জ্যাকেট ও সেনাবাহিনীর রেশন ছিল।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ফাঁদ পেতে দমকলকর্মীদের ওপর হামলা, নিহত ২
জোহরান মামদানি কি একজন কমিউনিস্ট?
নিরাপত্তা পরিষদে মুখ ফসকে ‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’ বললেন মার্কিন দূত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের