X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

ভারতে গর্ভবতী স্ত্রীসহ করোনা রোগীকে জুতোপেটার অভিযোগ

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০২০, ০৩:৫৬আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৪:০২

ভারতে সন্তানের সামনেই একজন করোনা রোগী ও তার গর্ভবতী স্ত্রীকে জুতোপেটা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। কলকাতার একটি বহুতল ভবনে এমন ঘটনার শিকার হয়েছেন ওই দম্পতি। ভারতে গর্ভবতী স্ত্রীসহ করোনা রোগীকে জুতোপেটার অভিযোগ

প্রতিবেশীদের দাবি, স্বামী করোনা আক্রান্ত হওয়ায় ওই দম্পতি তাদের ফ্ল্যাটে থাকতে পারবে না।

আকস্মিক এই ঘটনার পরে পাটুলি থানায় ইমেইলে অভিযোগ দায়ের করে ওই দম্পতি। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গেছে, গত ১৭ জুলাই কলকাতার দক্ষিণ-পূর্ব প্রান্তে পাটুলি অঞ্চলের কেন্দুয়া পাড়ায় একজন মধ্যবয়সী ব্যক্তি করোনায় আক্রান্ত হন। এলাকায় একটি বহুতল ভবনে স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকেন তিনি। স্ত্রী গর্ভবতী।

স্ত্রী জানিয়েছেন, স্বামী করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে ঘরেই আইসোলেশনে আছেন। তার শরীরে দুর্বলতা থাকলেও আর কোনও রোগের উপসর্গ নেই। এরই মধ্যে দিন কয়েক আগে ছাদে গিয়েছিলেন স্ত্রী। সেখানে তাকে দেখে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন ফ্ল্যাটের অন্য বাসিন্দারা। তিনি এর প্রতিবাদও করেন। এরপরই প্রতিবেশীরা ফ্ল্যাটে ঢুকে তাদের ওপর চড়াও হয়।

থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ঘরে ঢুকে ছেলের সামনেই জুতোপেটা করা হয় করোনা আক্রান্ত বাবাকে। হামলাকারীদের বাধা দিতে গেলে ওই ব্যক্তির স্ত্রীও আক্রান্ত হন। এ সময় প্রতিবেশীরা বার বার তাদের ফ্ল্যাট ছাড়তে বলেন।

পাটুলি থানার পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। ওই বহুতল ভবনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে তারা। প্রতিবেশীদের দাবি, কোনও রকম শারীরিক নির্যাতন করা হয়নি। তবে কথা কাটাকাটি হয়েছে।

প্রতিবেশীদের অভিযোগ, করোনা হওয়া সত্ত্বেও নিয়মিত ছাদে যাচ্ছিল ওই দম্পতি। ভবনের লিফটও ব্যবহার করেছে তারা।

ওই দম্পতির নামে এরইমধ্যে পাল্টা এফআইআর দায়ের করেছে ফ্ল্যাটের কয়েকজন বাসিন্দা।

শুধু কলকাতা নয়, ভারতের অন্যান্য স্থানেও করোনা রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে। বেঙ্গালুরুতে করোনা রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে পৌরসভার কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, একটি ফ্ল্যাটে করোনা রোগী আছে শুনে টিনের শিট নিয়ে গিয়ে সেই ফ্ল্যাট এবং পাশের ফ্ল্যাট সিল করে দেয় ওই পৌরসভার কর্মীরা। প্রতিবাদ করেন করোনা রোগীর পাশের ফ্ল্যাটের বাসিন্দা। পৌরসভায় ফোন করে তিনি গোটা ঘটনার কথা জানান এবং বলেন, এরপর কোনও কারণে বাড়িতে আগুন লাগলে পালানোও সম্ভব নয়।

বেঙ্গালুরু পৌরসভা কর্তৃপক্ষ অবশ্য দ্রুত ওই টিনের শিট খোলার ব্যবস্থা করে। করোনা রোগী এবং তার প্রতিবেশীর কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।

ভারতে করোনা রোগীর সংখ্যা যত বাড়ছে, ততই বাড়ছে আতঙ্ক। রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে প্রায় সর্বত্র। বেশ কিছু জায়গায় তাদের বাড়ি ছাড়া করার মতো ঘটনাও ঘটেছে। তবে প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে। কোথাও করোনা রোগীদের হেনস্থার খবর পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
অরুণাচলের সীমান্তবর্তী স্থানের চীনা নামকরণ প্রত্যাখ্যান ভারতের
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে অস্বস্তিতে ভারত
সর্বশেষ খবর
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
দাবি আদায় না হলে শাহবাগ ছাড়বেন না নার্সিং শিক্ষার্থীরা
দাবি আদায় না হলে শাহবাগ ছাড়বেন না নার্সিং শিক্ষার্থীরা
আকবরের সেঞ্চুরির পরও হারলো বাংলাদেশ
আকবরের সেঞ্চুরির পরও হারলো বাংলাদেশ
আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর