X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এবার ট্রাম্পের রোষানলে চিকিৎসা উপদেষ্টা বিরক্স

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ১৩:৪২আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৩:৪৮
image

করোনা মহামারি নিয়ে সতর্কবার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছেন হোয়াইট হাউস করোনা টাস্ক ফোর্সের সমন্বয়ক ডেবোরাহ বিরক্স। সোমবার (৩ আগস্ট) টুইটার পোস্টে তিনি এ উপদেষ্টার সমালোচনা করেছেন। ‘যুক্তরাষ্ট্র করোনাবিরোধী যুদ্ধের নতুন পর্বে প্রবেশ করছে’ উল্লেখ করে বিরক্স যে উদ্বেগ জানিয়েছেন তাকে ‘দুঃখজনক’ বলেছেন ট্রাম্প। তার দাবি, করোনা পরিস্থিতি মোকাবিলায় তার প্রশাসন খুব ভালোভাবে কাজ করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ট্রাম্প ও বিরক্স

সম্প্রতি যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে জনগণকে সতর্ক করেন হোয়াইট হাউসের করোনাবিরোধী টাস্ক ফোর্সের নেতৃত্বস্থানীয় সদস্য ডেবোরাহ বিরক্স। বলেন, করোনা মহামারির বিরুদ্ধে যুদ্ধের নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে যুক্তরাষ্ট্র। দেশজুড়ে অত্যন্ত অস্বাভাবিকরকমে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রকোপ দেখা দেওয়ার শুরুর দিকের সময়ের চেয়ে এটি এখন আরও অনেক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, বড় বড় শহরগুলোর পাশাপাশি গ্রাম এলাকাতেও এখন করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। এ ব্যাপারে জনগণকে সতর্ক করে বিরক্স বলেন, ‘আপনারা যারা গ্রাম এলাকায় বসবাস করছেন তারাও এ ভাইরাস থেকে সুরক্ষিত নন। একে প্রতিরোধ করার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের শরীরেও নেই। এ মুহূর্তে এ মহামারির চিত্রটা ভিন্ন। গ্রাম ও শহর দুই জায়গাতেই এখন এর বিস্তার ঘটছে।’

আর ডেবোরাহ’র এমন মন্তব্যে ক্ষুব্ধ ট্রাম্প। টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘ন্যান্সি পেলোসি ডা. ডেবোরাহ বিরক্স সম্পর্কে ভয়াবহ কথা বলেছিলেন। কারণ ভ্যাকসিন ও থেরাপিসহ চীনা ভাইরাস (করোনাভাইরাস) এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ভূমিকার ব্যাপারে তিনি খুব ইতিবাচক ছিলেন। ন্যান্সির বিরুদ্ধে পাল্টা অবস্থান নিতে গিয়ে ডেবোরাহ আমাদেরকে আঘাত করেছে। এটা দুঃখজনক।’

করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক আভাস দেওয়ার কারণে বিভিন্ন সময়ে হোয়াইট হাউস ও ট্রাম্পের বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউচি। তবে বিরক্সকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্যের ঘটনা এটাই প্রথম।

বিরক্সকে নিয়ে টুইটারে করা মন্তব্যের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা খুব ভালো কাজ করছি। অন্য দেশগুলোর মতোই আমরা ভূমিকা পালন করছি। আমি বিরক্সকে বলেছি যে আমরা ভালো করঠি বলেই মনে হচ্ছে। তিনি আমার অফিসে যোগ দিয়েছেন বেশিদিন হয়নি। তিনি এমন এক মানুষ যাকে আমি খুব সম্মান করি। আমি মনে করি ন্যান্সি পেলোসি তার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমি মূলত বলতে চাচ্ছি যে আমরা যে ভালো কাজ করছি তা তাদের স্বীকার করা উচিত।’

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৬ লাখ ৮৭ হাজার ৭২ জনের। সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের দিক থেকে তালিকায় সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৪৬ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে অন্ততপক্ষে দেড় লাখেরও বেশি।

/এফইউ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা