X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বিক্ষোভ উপেক্ষা করে ভারতের রাজ্যসভায় কৃষি বিল পাস

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:২০
image

তুমুল বিক্ষোভ উপেক্ষা করেই ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায় পাস হলো নতুন দুই কৃষি বিল। রবিবার (২০ সেপ্টেম্বর) উত্তপ্ত বিতর্ক শেষে কণ্ঠ ভোটে বিলগুলো পাস হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদন পেলেই বিলগুলো আইনে পরিণত হবে। এ বিলকে ‘কৃষকদের মৃত্যু পরোয়ানা’ আখ্যা দিয়েছে বিরোধী দল কংগ্রেস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিক্ষোভ উপেক্ষা করে ভারতের রাজ্যসভায় কৃষি বিল পাস

‘অত্যাবশ্যক পণ্য আইন’ সংশোধন, ‘কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন’ এবং ‘কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি’ সংক্রান্ত বিল তিনটি সম্প্রতি লোকসভায় পাস হয়েছে। রবিবার ‘কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন’ এবং ‘কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি’ সংক্রান্ত বিল দু’টি পেশ হয় রাজ্যসভায়। 

রবিবার সকাল থেকেই কৃষি বিল নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উচ্চ কক্ষ। কংগ্রেসের পাশাপাশি অন্য বিরোধী দলও ওই বিল নিয়ে বিরোধিতা করে। এমনকি হুঁশিয়ারি এসেছে ক্ষমতাসীন জোট এনডিএ-এর শরিক আকালি দলের তরফ থেকেও। আন্দোলনকারী কৃষক এবং বিরোধী দলগুলোর অভিযোগ, এই বিলগুলিতে কৃষকদের স্বার্থ উপেক্ষা করে বড় ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থাগুলিকে একতরফা ভাবে ফসলের দাম নির্ধারণ এবং মজুতদারির অধিকার দেওয়া হয়েছে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি এই বিলগুলি নিয়ে কৃষকদের মধ্যে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন।

রবিবার কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ জোরালো করে হরিয়ানার কৃষকরা। রাজ্যের সব গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে তারা। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করেছে রাজ্য সরকার। পাঞ্জাবে কৃষি বিলের প্রতিবাদে যুব কংগ্রেসের ডাকে ব্যাপক বিক্ষোভ হয়। আগামী ২৫ সেপ্টেম্বর সেখানে বনধ ডাকা হয়েছে। লকডাউনের জেরে সেভাবে রেল যাতায়াত না হলেও, কৃষি বিলের প্রতিবাদে পাঞ্জাবে আগামী ২৪ ও ২৬ তারিখ ‘রেল রোকো’ বা রেল বন্ধ করার কর্মসূচি ঘোষণা করেছে ৭টি সংগঠন।


/এফইউ/
সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!