X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভারতে আটক সেনাকে দ্রুত ফেরত চায় চীন

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ১৬:৫৬আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১১:৩৮

বিরোধপূর্ণ লাদাখ সীমান্তে ভারতের হাতে আটক চীনা সেনা সদস্যকে দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। চীনা সেনাবাহিনীর দাবি, ওই সেনা সদস্য পার্বত্য অঞ্চলে পশু পালকদের সহায়তা করার সময় পথ হারিয়ে ফেলে। তারপর থেকেই ওই সেনা সদস্য নিখোঁজ ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। লাদাখে সেনা উপস্থিতি জোরালো রেখেছে চীন ও ভারত

সোমবার ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়, লাদাখ সীমান্তের দেমচক এলাকা থেকে চীনা সেনা সদস্য করপোরাল ওয়াং ইয়া লোনকে আটক করা হয়েছে। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে তাকে আটকের কথা জানায় দিল্লি। তার কাছ থেকে সামরিক ও বেসামরিক কয়েকটি নথি পাওয়ার কথাও জানানো হয়। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাকে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর হাতে তুলে দেওয়া হবে।

ভারতীয় সেনা বিবৃতির পর সোমবার রাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, পশু পালকদের সহায়তা করার সময় রবিবার সন্ধ্যায় ওই সেনা সদস্য পথ হারিয়ে ফেলে। তার নিখোঁজ হওয়ার বিষয় ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয় বলেও দাবি করে চীনা কর্তৃপক্ষ।

চীনা সেনাবাহিনীর এক মুখপাত্র ঝাং সুইলি জানান, পরে ভারতীয় কর্তৃপক্ষ ওই সেনা সদস্যকে খুঁজে পাওয়ার কথা বেইজিংকে জানায়। এছাড়া মেডিক্যাল পরীক্ষার পর তাকে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত ১৫ জুন লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়। ধারণা করা হয়ে থাকে, ওই সংঘাতে চীনের পক্ষেও হতাহতের ঘটনা ঘটে। তবে বেইজিং কখনোই এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

ওই সংঘাতের পর ভারতের চার কর্মকর্তাসহ অন্তত দশ সেনা সদস্যকে আটক করে চীন। কূটনৈতিক ও সামরিক পর্যায়ে দরকষাকষির পর তিন দিনের মাথায় তাদের ভারতের হাতে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, কয়েক মাস ধরেই লাদাখ সীমান্তে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি অবস্থান নিয়ে আছে ভারত ও চীনের সেনাবাহিনী। উত্তেজনা নিরসনে বিভিন্ন পর্যায়ের আলোচনায় সমঝোতায় পৌঁছানোর কথা বলা হলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখার উত্তেজনা কার্যত নিরসন হয়নি।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
সর্বশেষ খবর
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা