X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেন স্নোডেন

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২০, ১৭:১১আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৩:২৩

যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। বৃহস্পতিবার তার আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক কর্মী স্নোডেন বিচার এড়াতে সাত বছর ধরে রাশিয়ায় নির্বাসিত জীবনযাপন করে আসছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এডওয়ার্ড স্নোডেন

বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস-এ যুক্তরাষ্ট্রের নজরদারি চালানো সংক্রান্ত শত শত গোপন নথি ফাঁস করে দেন এডওয়ার্ড স্নোডেন। তারপর থেকেই তাকে বিচারের মুখোমুখি করতে মরিয়া হয়ে ওঠে মার্কিন সরকার। ২০১৩ সালে পালিয়ে রাশিয়ায় চলে যান তিনি। রুশ সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেয়।

বৃহস্পতিবার স্নোডেনের রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনা দেশটির তাস বার্তা সংস্থাকে বলেন, ‘আজ স্নোডেনকে সীমাহীন মেয়াদ পর্যন্ত রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে।‘ কুচেরেনা বলেন, গত এপ্রিলে স্নোডেন এই আবেদন জমা দেন। তবে করোনাভাইরাসের মহামারি এবং লকডাউন সংক্রান্ত বিধিনিষেধের কারণে তা বিবেচনায় বেশি সময় নিয়েছে অভিবাসন কর্তৃপক্ষ। ওই আইনজীবী জানান, ২০১৯ সালে রাশিয়ার অভিবাসন আইনে পরিবর্তন আনার কারণে স্নোডেন স্থায়ী বসবাসের অনুমতি পেলেন। তবে এই মুহূর্তে তিনি রুশ নাগরিকত্বের জন্য আবেদন করার কথা বিবেচনা করছেন না বলেও জানান।

রাশিয়ায় খুব স্বাভাবিক জীবনযাপন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে রুশ সরকারের নীতি নিয়ে তিনি খুব কমই সমালোচনা করেন। গত বছর যুক্তরাষ্ট্রে ফেরার আগ্রহ প্রকাশ করে স্নোডেন বলেছিলেন, ন্যায় বিচারের নিশ্চয়তা পেলে ফিরে যেতে প্রস্তুত রয়েছেন তিনি।

/জেজে/এমওএফ/বিএ/
সম্পর্কিত
ঝুঁকি নিচ্ছেন নেতানিয়াহুজিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
সর্বশেষ খবর
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার