X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ ট্রুডোর, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২০, ১৭:৩০আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১১:৩৪
image

ভারতে চলমান কৃষক বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার গুরু নানকের জন্মবার্ষিকী সংক্রান্ত এক অনলাইন আলোচনায় তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রথম কোনও বিশ্বনেতা হিসেবে ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য করলেন তিনি। তবে এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দেশটির কয়েকটি রাজনৈতিক দলের তরফ থেকেও এই মন্তব্যের নিন্দা জানানো হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ ট্রুডোর, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কৃষিনীতির বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয় কৃষকরা কার্যত দিল্লি ঘিরে ফেলেছে। রাজধানীতে ঢোকার যে পাঁচটি প্রধান রাস্তা আছে; তার মধ্যে দুটি পুরোপুরি এবং একটি আংশিক বন্ধ করে দিতে হয়েছে। বাকি দুই ঢোকার রাস্তাতেও কৃষক জমায়েত হয়েছে। গত পাঁচদিন ধরে তারা দিল্লিতে আসার চেষ্টা করছে। পুলিশের অবরোধ, লাঠি, কাঁদানে গ্যাস, জলকামান অগ্রাহ্য করে তারা দিল্লির সীমান্তে চলে এসেছে। কৃষকরা বলছে, এই কৃষিনীতি তাদের করপোরেট দাসে রূপান্তরিত করবে।

এমন পরিস্থিতিতে গুরু নানকের ৫৫১তম জন্মবার্ষিকীর উপলক্ষে কানাডার এক আইনপ্রণেতার আয়োজনে অনলাইন আলোচনায় অংশ নিয়ে জাস্টিন ট্রুডো বলেন, ভারতে কৃষক আন্দোলনের পরিস্থিতিকে উদ্বেগজনক। তিনি বলেন, ‘আমরা সবাই পরিবার ও বন্ধুদের নিয়ে খুবই উদ্বেগে আছি। আমি জানি এই বাস্তবতা আপনাদের অনেকের। আপনাদের স্মরণ করিয়ে দেই, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় কানাডা আপনাদের পাশে থাকবে।’ উল্লেখ্য, কানাডার জনগোষ্ঠীর বড় একটি অংশ ভারতীয় বংশোদ্ভূত এবং শিখ ধর্মের অনুসারী। দেশটির মূলধারার রাজনীতিতেও তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

জাস্টিন ট্রুডোর এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র অনুরাগ শ্রিবাস্তব বলেছেন, ‘ভারতের কৃষকদের নিয়ে কানাডার নেতার দুর্বল বোঝাপড়ার মন্তব্য আমরা দেখেছি। এ ধরনের মন্তব্য অযাচিত, বিশেষ করে তা যখন একটি গণতান্ত্রিক দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে হয়ে থাকে।’ তিনি বলেন, ‘সবচেয়ে ভালো হয় যদি কূটনৈতিক আলোচনা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয়।’

শিব সেনার উপনেতা প্রিয়াংকা চতুর্বেদীও জাস্টিন ট্রুডোর মন্তব্যের নিন্দা জানিয়েছেন। কৃষক বিক্ষোভকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে মন্তব্য করে তিনি অন্য দেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে ট্রুডোর প্রতি আহ্বান জানান। দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টির মুখপাত্র রাঘব ছাদাও ট্রুডোর মন্তব্যের জোরালো বিরোধিতা করেছেন।

/জেজে/এমওএফ/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সড়কের মাঝখানে একাধিক গাছ!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’