X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতের আন্দোলনরত কৃষকদের সমর্থনে প্রিয়াঙ্কা-সোনমের বার্তা

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২০, ১০:২৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১০:৩৩
image

ভারতের চলমান কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও সোনম কাপুর। প্রিয়াঙ্কা এক টুইট বার্তায় কৃষকদের খাদ্যযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। সোনম ইন্সটাগ্রামে আন্দোলনের ছবি পোস্ট করার পাশাপাশি কৃষকরা যে সভ্যতার সূচনা করেছিলেন সে সংক্রান্ত একটি উদ্ধৃতি শেয়ার করেছেন। 

  ভারতের আন্দোলনরত কৃষকদের সমর্থনে প্রিয়াঙ্কা-সোনমের বার্তা

টানা ১১ দিন ধরে ভারতের দিল্লি সীমান্তে প্রতিবাদ করছেন দেশটির কৃষকরা। তাদের দাবি, বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করতে হবে। শীতের এই ঠান্ডা উপেক্ষা করে খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন তারা। একে একে বিদেশি রাজনীতিকরা সমর্থন জানিয়েছেন তাদের।  অনেক তারকাও পাশে দাঁড়িয়েছেন। পাঞ্জাবি অভিনেতা দিলজিৎ সিং দোসাঞ্জ নিজে কৃষকদের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।

রবিবার সন্ধ্যায় সেই দিলজিতের এক টুইট রিটুইট করে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন – ‘আমাদের কৃষকরা দেশের খাদ্য যোদ্ধা। তাদের ভীতি দূর করা দরকার। তাদের প্রত্যাশা পূরণ করা দরকার। এক সমৃদ্ধ গণতন্ত্র হিসেবে আমাদের খুব দ্রুত এই সঙ্কটের সমাধান করা উচিৎ।’

সংবাদ প্রতিদিন বলছে, কৃষক আন্দোলনে প্রিয়াঙ্কা চোপড়া জোনসের এই প্রত্যক্ষ সমর্থনের প্রশংসায় নেট দুনিয়ায় অভিনন্দনে ভরে গেছে। ইতিমধ্যেই এই টুইটে লাইক করেছেন ২৫ হাজারের বেশি ফলোয়ার। মন্তব্য করেছে ১,৪০০ জন। ৪ হাজার ৩০০ জন এই টুইট এখনও পর্যন্ত রিটুইট করেছেন।

এদিকে আরেক বলিউড অভিনেত্রী সোনম কাপুর তার ইন্সটাগ্রামে ড্যানিয়ল ওয়বস্টারকে উদ্ধৃত করে লিখেছেন, ‘কৃষিক্ষেত্র শুরু হওয়ার পরই অন্যান্য শিল্পকলা তাকে অনুসরণ করেছে। সে কারণেই কৃষকরা মানব সভ্যতার প্রতিষ্ঠাতা’।

 
 
 
View this post on Instagram

A post shared by Sonam K Ahuja (@sonamkapoor)

উল্লেখ্য, এর আগে অন্য এক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কৃষক আন্দোলনের বিরোধিতা করে দিলজিত দোসান্ধের-এর সঙ্গে টুইট যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। ‘শাহিনবাগের দাদি’কে ‘১০০ টাকা দিলেই পাওয়া যাবে’মন্তব্য করে দেশব্যাপী সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সড়কের মাঝখানে একাধিক গাছ!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’