আমাদের সৌরজগতে নতুন একটি গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) জ্যোতির্বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।
ক্যালটেকের বিজ্ঞানীদের ওই দলটি জানায়,গ্রহটির ভর পৃথিবীর চেয়ে ১০ গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। সৌরজগতের অন্যান্য গ্রহ প্রায় বৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করলেও সম্ভাব্য এই গ্রহটি প্রদক্ষিণ করছে অনেকটা উপবৃত্তাকার পথে। সূর্যকে একবার পুরো প্রদক্ষিণ করতে এর সময় লাগে ১০ হাজার থেকে ২০ হাজার বছর।
বিজ্ঞানীরা এই গ্রহের নাম দিয়েছেন প্ল্যানেট নাইন (নবম গ্রহ)। ওই বিজ্ঞানী দলের সদস্য ড মাইক ব্রাউন বলেন, ‘পৃথিবীতে এমন টেলিস্কোপ রয়েছে যা দিয়ে ওই গ্রহটি দেখা যাবে।আমার বিশ্বাস আমাদের এই ঘোষণা শুনে অনেকেই এটি দেখার চেষ্টা করবেন। অন্য কেউ এই গ্রহ খুঁজে পেলেও আমি খুবই আনন্দিত হবো।’
যদিও কম্পিউটার মডেলের ওপর ভিত্তি করে এখনও পর্যন্ত নতুন গ্রহের অস্তিত্বের দাবি করা হচ্ছে, তবে এই গবেষণার প্রধান বিজ্ঞানী কনস্টানটিন বেটিজেন জানান, এই গ্রহের অস্তিত্বের বিষয়ে তিনি মোটেও সন্দিহান নন।
তিনি বলেন, ‘গত ২০ বছরে সৌরজগতের বাইরে গ্রহের অনুসন্ধানে আমরা বেশ সফল হয়েছি। কিন্তু এখন দেখা যাচ্ছে, সবচেয়ে সাধারণ যে গ্রহগুলো রয়েছে সেগুলো আমাদের পাওয়া বস্তুর মতোই, যার ভর প্রায় ১০টি পৃথিবীর সমান। এটি বেশ উত্তেজনাকর।’ সুত্র: বিবিসি, সিএনএন।
/ইউআর/