X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রীর গাড়ি ধাওয়া করলো টিকাবিরোধী বিক্ষোভকারীরা

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ১৫:০৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫:০৫

করোনাভাইরাসের টিকাবিরোধী বিক্ষোভকারীদের কবলে পড়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা তাকে বহনকারী গাড়িটি ধাওয়া করে। তবে ওই ঘটনার পর জাসিন্ডা বলেছেন, তিনি কখনও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন না।

গত সপ্তাহে ঘটে যাওয়া ওই ঘটনার ফুটেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, ‌‘শেম অন ইউ’ বলে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। কেউবা ‘উই ডু নট কনসেন্ট’ বলে টিকা নিতে নিজেদের অস্বীকৃতির জানান দিচ্ছে।

একটি গাড়ির ভেতর থেকে ভিডিও ধারণ করা একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘জাসিন্ডা আছে। এটা মজার ঘটনা। আমরা তাড়া করছি।’ পরে গাড়িটি জাসিন্ডা আরডার্নের গাড়িকে ধাওয়া করে। এক পর্যায়ে ভেতরের কেউ প্রধানমন্ত্রীকে ‘নাৎসি’ বলে ডাকে এবং বিভিন্ন অশ্লীল গালমন্দ করে।

জাসিন্ডা আরডার্নের গাড়িটিও আটকানোর চেষ্টা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত গাড়িটি বিক্ষোভকারীদের এড়িয়ে যেতে সমর্থ হয়।

মঙ্গলবার বিকেলে সেদিনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, এটা ‘আরেক দিন’। তবে তিনি বলেন, ‘কখনও আমি আমার নিরাপত্তা বা আমার সঙ্গে থাকা কারও নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম না।’

জাসিন্ডা অরডার্ন বলেন, ‘এই চাকরিতে প্রতিদিন নতুন ও ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই। আমরা এই মুহূর্তে এমন একটি পরিবেশে আছি যেখানে এমন তীব্রতা রয়েছে যা নিউজিল্যান্ডের জন্য অস্বাভাবিক। আমি এটাও বিশ্বাস করি যে সময়ের সঙ্গে সঙ্গে এটি কেটে যাবে।’

নিউ জিল্যান্ডে সম্প্রতি মহামারি প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত রাজনীতিক ও পাবলিক ফিগারদের বিরুদ্ধে হুমকির ঘটনা বেড়েছে। এই সপ্তাহে অফিশিয়াল ইনফরমেশন অ্যাক্টের অধীনে প্রকাশিত পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের এক মাসেই এমপিদের প্রতি হুমকি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলের দুই মন্ত্রীর ওপর ব্রিটেনসহ ৫ দেশের নিষেধাজ্ঞা
ক্রুদের ভুলে ৩ বার আকাশপথে ভ্রমণ করলো বিড়াল
কানাডাকে আইনি সহযোগিতা দিতে ভারতকে যুক্তরাজ্যের আহ্বান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক