নিউ জিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্রিস হিপকিন্সের নাম চূড়ান্ত করেছে দেশটির ক্ষমতাসীন দল লেবার পার্টি। রবিবার তাকে দলটির নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ক্রিস হিপকিন্স হবেন নিউ জিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী। রবিবার ক্ষমতাসীন দলের ককাস বৈঠকে ভোটের মাধ্যমে তাকে নতুন নেতা নির্বাচন করা হয়। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তাকে নির্বাচিত করার বিষয়ে একমত হন ককাস সদস্যরা।
৪৪ বছরের আইনপ্রণেতা ক্রিস হিপকিন্স ইতোপূর্বে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। পূর্বসূরি জেসিন্ডা আরডার্নের পদত্যাগের ঘোষণার পর তাকেই সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। রবিবার আনুষ্ঠানিকভাবে তার প্রতি নিজেদের সমর্থনের কথা জানালেন ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা।