‘ক্যাপ্টেনকে বলুন, মিয়ামি ফ্লাইটে তিনটি বোমা রেখেছি আমরা। বিমানে তল্লাশি চালান, কারণ এটি হাজার টুকরো হয়ে উড়ে যাবে’... ২১ মে আর্জেন্টিনার একটি ফ্লাইটে শোনা গিয়েছিল এমন সতর্কবার্তা। ওই ফ্লাইটের এক কর্মীর কাছে পাঠানো হয়েছিল সেই অডিও বার্তাটি।
সতর্কতা পেয়ে বুয়েনস আইরেসের ইজিজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট আগে ক্রুসহ ২৭০ যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়।
খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে। তাদের সঙ্গে যোগ দেয় ইমার্জেন্সি রেসকিউ দল। কিন্তু জোর তল্লাশিতে বিমানে মেনেলি কোনও বিস্ফোরক। শেষমেষ দেখা গেলো স্রেফ প্রতারণা ছিল এটি। আর এই মশকরার জন্য বিমান সংস্থাটির আনুমানিক ১০ লাখ ডলার ক্ষতি হয়েছিল।
প্রতারণার বিষয়টি সামনে আসে যখন সেই ফ্লাইটের এক অ্যাটেনডেন্টকে জিজ্ঞাসাবাদ করে কর্তৃপক্ষ। এতে জানা যায়, ঈর্ষান্বিত হয়েই এ কাণ্ড ঘটিয়েছেন তিনি।
আসলে ফ্লাইটের এক যাত্রী ছিলেন ওই অ্যাটেনডেন্টের সাবেক প্রেমিক। নতুন প্রেমিকা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামি ঘুরতে যাচ্ছিলেন। বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছিল ড্যানিয়েলা কার্বোন নামের সেই ফ্লাইট অ্যাটেনডেন্টের। তাই তিনি তার মেয়ের ফোন থেকে ভুয়া সতর্কবার্তা ছড়িয়ে যাত্রা বাতিল করে দেন।
৪৭ বছরের ড্যানিয়েলা কার্বোনকে মঙ্গলবার বুয়েনস আইরেসের একটি আদালতে তোলা হয়। জনসাধারণকে ভয় দেখানো এবং সরকারি পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে।
Oficiales de nuestra fuerza detuvieron este domingo a una azafata de @Aerolineas_AR que realizó una amenaza de bomba a un vuelo de dicha empresa con destino a Miami, EE.UU, el cual debió ser evacuado antes del despegue y terminó partiendo varias horas después de lo programado. pic.twitter.com/YVojjn30A3
— POLICÍA DE SEGURIDAD AEROPORTUARIA (@seguridadpsa) May 30, 2023
স্থানীয় মিডিয়া অনুসারে, এক পুরুষ ফ্লাইট অ্যাটেনডেন্টের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিল কার্বোনের। এই জুটি প্রায়শই অ্যারোলিনাস আর্জেন্টিনাসে একসঙ্গে কাজ করতেন। বোমার হুমকির মাত্র কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। এর কিছু দিনের মধ্যে নতুন প্রেমিকা জুটিয়ে নেন কার্বোনের সাবেক প্রেমিক। এই জুটি মিয়ামিতে কয়েক দিন একসঙ্গে কাটাতে চেয়েছিলেন।
কার্বোন অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের হয়ে দীর্ঘ ২৪ বছর ধরে কাজ করেছেন। এর মধ্যে ১৪ বছর তিনি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, কার্বোনকে সোমবার বরখাস্ত করা হয়েছে। তারপরই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দোষী সাব্যস্ত হলে কার্বোনের ৬ বছরের জেল হতে পারে।
সূত্র: ভাইস নিউজ