X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

টাইটানের খোঁজে তল্লাশি জোরদার, অক্সিজেন আছে মাত্র কয়েক ঘণ্টার

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৩, ১২:৩৯আপডেট : ২২ জুন ২০২৩, ১৫:৫৪

শেষ সময়ে চলছে ‘টাইটান’ উদ্ধারের তোড়জোড়। আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচ পর্যটকসহ হারিয়ে যাওয়া ডুবোযান বা সাবমারসিবল ‘টাইটান’ এখনও উদ্ধার হয়নি। ডুবোযানটিতে ৯৬ ঘণ্টার জন্য মজুত থাকা অক্সিজেনও প্রায় ফুরিয়ে আসছে। মার্কিন কোস্ট গার্ডের অনুমান অনুযায়ী আর মাত্র ৫ ঘণ্টা টিকে থাকতে পারবেন ‘টাইটানের’ ভেতরে থাকা পর্যটকেরা।

উদ্ধার কর্মীরা বলছেন, ‘আমাদের আশাবাদী থাকতে হবে।’ তবে অভিযানের ক্যাপ্টেন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘সত্যি বলতে আমরা জানি না তারা কোথায়।’

ছোট সাবমেরিনটির উদ্ধারে আগের চেয়ে এখন দ্বিগুণ চেষ্টা চালাচ্ছে ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশেষায়িত সংস্থা। বাড়ানো হয়েছে উদ্ধার অভিযানের পৃষ্ঠীয় সীমা ও গভীরতা। জাহাজ ছাড়াও উদ্ধার অভিযানে ব্যবহৃত হচ্ছে সামরিক বিমান ও সাগরের অনেক নিচের বস্তুর অবস্থান নির্ণয়ের প্রযুক্তি ‘সোনোবয়া’।

যাত্রা শুরুর একঘণ্টা ৪৫ মিনিট পরই পানির উপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই চলছে উদ্ধার অভিযান। বুধ ও বৃহস্পতিবার সমুদ্রের তলদেশ থেকে শব্দ শনাক্ত হওয়ায় কিছুটা আশার সঞ্চার হয়েছিল। তবে সেই শব্দ ‘টাইটান’ থেকেই এসেছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

পর্যটকবাহী সাবমেরিনে যারা ছিলেন তাদের পরিচয় জানা গেছে। তারা হলেন– ৫৮ বছর বয়সী ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং, ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ওশেনগেটের প্রধান নির্বাহী ৬১ বছর বয়সী স্টকটন রাস। পরিচালনার দায়িত্বে ছিলেন ৭৭ বছর বয়সী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডাইভার পল-হেনরি নারগোলেট।

আবহাওয়ার কারণে আটলান্টিকে অভিযানের কাজটি বেশ ঝুঁকিপূর্ণ এবং জটিল বলছেন সাবেক নাসা মহাকাশচারী এবং মার্কিন নৌবাহিনীর অধিনায়ক মার্কিন সিনেটর মার্ক কেলি। সূত্র: বিবিসি, সিএনএন

/এটি/এএ/এমওএফ/
সম্পর্কিত
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে