X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
ইরানের নির্বাচন

সংস্কারপন্থীদের সাফল্যে আবারও রুহানির প্রেসিডেন্ট হওয়ার আভাস

বিদেশ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৫
image

ইরানের নির্বাচনে সংস্কারপন্থীদের নিরঙ্কুশ সাফল্য আবারও প্রেসিডেন্ট হাসান রুহানির ক্ষমতায় আসবার আভাস দিচ্ছে বলে ধারণা করছেন রাজনীতি বিশ্লেষকরা। নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সংস্কারপন্থী-মধ্যপন্থী ও স্বতন্ত্রদের নিয়ে জোট সরকার গঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনের প্রথমিক ফলাফলে সংস্কারপন্থীরা আগের চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে, যা তাদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অপরিহার্য। তবে এটি কট্টরপন্থীদের জন্য এক বড় আঘাত।

প্রেসিডেন্ট হাসান রুহানি

কট্টরপন্থীরা সবচেয়ে বড় আঘাতটা পেয়েছে রাজধানী তেহরানে। চূড়ান্ত ফলাফল মঙ্গলবার প্রকাশিত হতে পারে। তবে প্রাথমিক ফলাফলে দেখা যায়, রাজধানী তেহরানের ৩০টির মধ্যে সবগুলো আসনেই জয়লাভ করেছে মধ্যপন্থী এবং প্রেসিডেন্ট হাসান রুহানির অনুরক্ত স্বতন্ত্র প্রার্থীদের সংস্কারপন্থী জোট ‘লিস্ট অব হোপ’। পার্লামেন্টে তেহরানের আসনগুলোর প্রতিনিধিদের ভূমিকা বেশ শক্তিশালী।

বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনেও এগিয়ে রয়েছেন সংস্কারপন্থী সমর্থিত বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এবং সাবেক মধ্যপন্থী প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানি। সংস্কারপন্থীদের এই অগ্রগতি আগামী বছরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে রুহানির দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়াকে এক ধাপ এগিয়ে রাখছে বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।  

ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে ২০ জন নারী প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন, যা একটি রেকর্ড। এদের মধ্যে রয়েছেন সংস্কারপন্থী নেতা পরবানেহ সালাহশোরি। তিনি কয়েকদিন আগে বলেছিলেন, ‘হিজাব পরিধান করার বিষয়টি নারীদের ইচ্ছার পর ছেড়ে দিতে হবে। ইসলামী প্রজাতন্ত্রে এই বিষয়টি কুসংস্কার হয়ে দাঁড়িয়েছে।’

এবারের নির্বাচনে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো

যদিও ২৯০ আসনের পার্লামেন্টে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, তবে সংস্কারপন্থী, তাদের সমর্থক স্বতন্ত্র প্রার্থী এবং প্রেসিডেন্ট হাসান রুহানির সমর্থক মধ্যপন্থী রক্ষণশীলদের নিয়ে জোট সরকার গঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। 

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ২৯০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে ৪৪টি আসনে স্বতন্ত্র প্রার্থী, ৭৯টি আসনে সংস্কারপন্থীরা এবং ১০৬টি আসনে কট্টরপন্থীরা জয়ী হতে যাচ্ছেন।

এক টুইটার বার্তায় রুহানি বলেন, ‘দেশে নতুন আবহাওয়া তৈরি হয়েছে।’ আবার সাবেক প্রেসিডেন্ট রাফসানজানির অফিস থেকে করা এক টুইটার বার্তায় তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘জনগণের ইচ্ছাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। জনগণ যাদের সমর্থন দেয়নি, তাদের চলে যাওয়া উচিত।’

নির্বাচনে ভালো ফলাফলে পার্লামেন্টে রুহানির অবস্থান শক্ত হলেও এখনও সর্বশেষ ক্ষমতা থাকছে আয়াতুল্লাহ আলী খামেনির হাতেই। তবে এই বিজয়ে দেশে এবং আন্তর্জাতিক পরিসরে হাসান রুহানি নিজের অবস্থান আরো শক্ত করেছেন।

সাবেক প্রেসিডেন্ট খাতামি

সংস্কারপন্থীদের প্রধান নেতা সাবেক প্রেসিডেন্ট খাতামি। ইরানি সংবাদমাধ্যমে তার ছবি বা নাম ব্যবহার নিষিদ্ধ। তিনি সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রকাশ করেন। তাতে তিনি মন্তব্য করেছেন, রাজনৈতিক কর্মীদের উচিৎ ‘লিস্ট অব হোপ’-এর পেছনে জড়ো হওয়া। তার এই আহ্বান ইরানের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব রাখে।

এবারের নির্বাচন দেশটির বর্তমান সরকারের জন্য একটি বড় পরীক্ষা। ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতার পর এটি প্রথম নির্বাচন হওয়ায় তাতে সরকারের পররাষ্ট্রনীতিরও বিশেষ প্রভাব থাকবে বলে মনে করা হচ্ছে। আর তাই বিশ্ব অর্থনীতির দেশগুলোও মনোযোগ সহকারে লক্ষ্য রাখছে ইরানের নির্বাচন এবং রাজনীতির ওপর। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/

সম্পর্কিত
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার