X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ফিলিপাইনে ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৮

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ভূমিধসে মৃতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৩২ জন আহত এবং এখনও ৭৭ নিখোঁজ রয়েছেন। যদিও উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা। তবে তা ক্ষীণ হয়ে আসছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত মঙ্গলবার রাতে দাভাও দে ওরো প্রদেশের ম্যাকো শহরের খনিসমৃদ্ধ একটি গ্রামে এই ভূমিধস আঘাত হানে। একটি সোনার খনি থেকে শ্রমিকদের নিয়ে অপেক্ষায় থাকা তিন-চারটি গাড়ি ভূমিধসে চাপা পড়ে।

দেশটির সরকারি কর্মকর্তা অ্যাডওয়ার্ড ম্যাকাপিলি জানান, ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা আগে ছিল ২৮। এ ঘটনায় মোট ৭৭ জন নিখোঁজ রয়েছে এবং ৩২ জন আহত হয়েছে। 

ম্যাকাপিলি আরও বলেন, ভূমিধসের পর ৩০০-এর বেশি মানুষ উদ্ধারকাজে যোগ দেয়। কিন্তু ভারী বৃষ্টিপাত, ঘন কাদা ও পুনরায় ভূমিধসের আশঙ্কায় অভিযান ভেস্তে যায়। তবে রবিবার আবার উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা এখনও কেউ জীবিত আছে কি না, জানতে চাইলে অ্যাডওয়ার্ড বলেন, এখনও যদি কেউ বেঁচে থাকে, সেটা হবে অলৌকিক ঘটনা। তারপরও উদ্ধার অভিযান চলমান থাকবে।

উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, যদিও এটি এখন কঠিন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুষলধারে হওয়া বৃষ্টি দাভাও দে ওরোয় বন্যা ও ভূমিধসের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত শুক্রবার এএফপি জানিয়েছে, উদ্ধারকাজে ভারী সরঞ্জাম ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। তবে যেখানেই সম্ভাবনা দেখছেন, সেখানে তারা খালি হাত ও শাবল ব্যবহার করছেন। জীবিতদের উদ্ধারকাজে স্নিফার কুকুরও ব্যবহার করা হচ্ছে।

/এনএআর/
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই