X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

শুক্রবার থেকে খোঁজ নেই নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরির 

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৪, ২০:৫২আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২২:০৭

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফেইদ্দিনের শুক্রবার (৪ অক্টোবর) থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার এই দাবি করেছেন লেবানিজ নিরাপত্তা বাহিনীর এক সদস্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার গভীররাতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তিনজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সাফেইদ্দিনের ভূগর্ভস্থ বাঙ্কার লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

বৈরুতে দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ নামক ওই শহরতলিতে চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে উদ্ধারকর্মীরা কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন লেবানিজ নিরাপত্তা বাহিনীর ওই সসদ্যসহ আরও দুজন।

হামলার পর থেকে সাইফেদ্দিনের বিষয়ে কোনও তথ্য দেয়নি হিজবুল্লাহ।

সাইফেদ্দিন প্রাণ হারিয়ে থাকলে তা হবে হিজবুল্লাহ ও ইরানের জন্য আরেকটি মারাত্মক আঘাত। ইতোমধ্যেই ব্যাপক হামলা চালিয়ে দলটির নেতৃত্ব প্রায় ধূলিসাৎ করে দিয়েছে তেল আবিব।

হিজবুল্লাহর গোয়েন্দা কার্যালয় লক্ষ্য করে বৃহস্পতিবারের বিমান হামলা চালানো হয়েছিল বলে দাবি ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, হামলার ক্ষয়ক্ষতি এখনও পর্যালোচনা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠি হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই হিজবুল্লাহর সঙ্গেও নিয়মিত সংঘর্ষ হচ্ছে ইসরায়েলের। তবে এতদিন তা লেবানন ও ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাতেই সীমাবদ্ধ ছিল। কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইসরায়েল।

সাম্প্রতিক হামলায় হিজবুল্লাহর প্রায় তিন দশকের নেতা হাসান নাসরাল্লহসহ দলটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের প্রায় অধিকাংশই নিহত হয়েছেন। এসব হামলায় হাজারো বেসামরিক নাগরিকেরও প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে লেবানিজ কর্তৃপক্ষ। এখন পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

/এসকে/
সম্পর্কিত
‘পোপের’ বেশে নিজের ছবি প্রকাশ, সমালোচনার মুখে ট্রাম্প
ভারতের হাতে পাক রেঞ্জার গ্রেফতার, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন
রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভের একাধিক আবাসিক ভবন বিধ্বস্ত
সর্বশেষ খবর
জ্যেষ্ঠ আইনজীবী ফারুকীর মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচার কাজ আধাবেলা বন্ধ
জ্যেষ্ঠ আইনজীবী ফারুকীর মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচার কাজ আধাবেলা বন্ধ
চিন্ময় দাসের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে চট্টগ্রাম আদালতে বিক্ষোভ
চিন্ময় দাসের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে চট্টগ্রাম আদালতে বিক্ষোভ
ডিএমপির প্রসিকিশন বিভাগের দুর্নীতি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্তের নির্দেশ
ডিএমপির প্রসিকিশন বিভাগের দুর্নীতি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্তের নির্দেশ
বিবারের বিষণ্নতার কারণ সেলেনার গান!
বিবারের বিষণ্নতার কারণ সেলেনার গান!
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!