X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

জলবায়ু অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ১৩:১৪আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৩:১৪

জাতিসংঘের জলবায়ু সংস্থা কপ ২৯ সম্মেলনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) নতুন প্রস্তাব প্রকাশ করেছে। দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ধনী দেশের সহায়তার পরিমাণ নির্ধারণের একটি পথ খুঁজে বের করার চেষ্টা চলছে এ প্রস্তাবের মাধ্যমে। তবে, আলোচনা এখনও ধীরগতিতে চলছে ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখনও গৃহীত হয়নি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রস্তাবের সর্বশেষ খসড়াটি নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে উপস্থাপন করা হয়। সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও, এখনও বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি। বার্ষিক অর্থ সহায়তা কীভাবে হিসাব করা হবে, কে কত টাকা দেবে ও এই অর্থের উৎস কী হবে—এগুলো এখনও নির্ধারণ করা হয়নি।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের জলবায়ু কূটনীতির বিশেষজ্ঞ লি শুও বলেছেন, আমরা এখনও সমাধান থেকে অনেক দূরে আছি। নতুন অর্থনৈতিক খসড়া দুটি জলবায়ুর মারাত্মক অবস্থা তুলে ধরেছে। বর্তমান পরিস্থিতিতে সমঝোতার কোনও সুযোগ নেই।

গত সপ্তাহে জাতিসংঘের আলোচনায় অর্থনীতিবিদরা জানিয়েছেন যে, উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০৩০ সালের মধ্যে বছরে অন্তত ১ ট্রিলিয়ন ডলার প্রয়োজন। ১০ পৃষ্ঠার খসড়া নথিতে এসব ইস্যুতে আগে থেকেই বিদ্যমান উন্নত ও উন্নয়নশীল দেশের বিরোধপূর্ণ অবস্থানগুলো তুলে ধরেছে।

একটি অংশে উল্লেখ করা হয়েছে, এই অর্থ সহায়তা মূলত অনুদান বা অনুদান-সমতুল্য হওয়া উচিত। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বণ্টনকৃত সব অর্থ আনুষ্ঠানিকভাবে এই জলবায়ু অর্থায়নের অংশ হিসেবে গণ্য করা উচিত নয়।

অন্যদিকে, ধনী দেশগুলো নিজেদের অবস্থান তুলে ধরে বলেছে, জলবায়ু সহায়তার বার্ষিক লক্ষ্য পূরণে শুধু অনুদান নয়, বরং বিভিন্ন ধরনের অর্থ সহায়তাকেও অন্তর্ভুক্ত করা উচিত।

তবে, কোন পক্ষই বছরে মোট কত অর্থ বরাদ্দ করা হবে, তা নির্ধারণ করতে পারেনি, বরং এই স্থানটি ‘এক্স’ দিয়ে চিহ্নিত করা হয়েছে।  লি বলেছেন, খসড়াটি নির্দিষ্ট কোনও সংখ্যা উল্লেখ করেনি যা ভবিষ্যতের জলবায়ু অর্থায়নের পরিমাণ নির্ধারণের জন্য প্রয়োজন।

ইউরোপীয় ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ দাতা দেশগুলো জানিয়েছে, তারা অর্থের কাঠামো ও অন্যান্য ইস্যু সুস্পষ্ট না হওয়া পর্যন্ত কতটা অর্থ দেওয়া সম্ভব, তা প্রকাশ করতে চায় না।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে তহবিল নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে বিতর্কিত। এই তহবিলের প্রকৃতি, পরিমাণ ও উৎস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ কপ ২৯ সম্মেলনের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

/এসকে/
সম্পর্কিত
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
সর্বশেষ খবর
দীঘিনালা-মারিশ্যা সড়কে যান চলাচল শুরু
দীঘিনালা-মারিশ্যা সড়কে যান চলাচল শুরু
এনসিপির বিক্ষোভ সমাবেশ শুরু
এনসিপির বিক্ষোভ সমাবেশ শুরু
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী