X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ব্রাজিলে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বলসোনারোর প্রতিরক্ষামন্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৭

ব্রাজিলের ফেডারেল পুলিশ দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর মন্ত্রিসভার এক সদস্য ও ২০২২ সালের নির্বাচনে তার রানিং মেট জেনারেল ওয়াল্টার ব্রাগা নেট্টোকে গ্রেফতার করেছে। ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে শনিবার (১৪ ডিসেম্বর) তাকে গ্রেফতারের তথ্য জানা গেছে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে। 

নভেম্বরে ব্রাগা নেট্টো, বলসোনারোসহ আরও ৩৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, ২০২২ সালের র্নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় থাকার জন্য অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন তারা।

প্রসিকিউটররা এখনও ব্রাগা নেট্টোর বিরুদ্ধে মামলা দায়ের করেননি। মূলত প্রমাণ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে শনিবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলে ফেডারেল পুলিশ জানিয়েছে।

প্রসিকিউটর-জেনারেলের কার্যালয়ের পর্যালোচনা ও সুপ্রিম কোর্টের বিচারপতি আলেজান্দ্রে ডি মোরায়েসের অনুমোদনক্রমে এই পরোয়ানা জারি হয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, বলসোনারোর এক সাবেক সহকারীর সাক্ষ্য জানার জন্য ব্রাগা নেট্টো চেষ্টা করেছিলেন বলে পুলিশের কাছে জোরালো প্রমাণ রয়েছে। ওই সহকারী তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছিলেন।

পুলিশ ব্রাগা নেট্টো ও তার সহকারী কর্নেল ফ্লাভিও বোতেলহো পেরেগ্রিনোর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে।

২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বোলসোনারোর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ব্রাগা নেট্টো। পরবর্তী সময়ে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী পদে ছিলেন তিনি। ফেডারেল পুলিশের প্রতিবেদনে তাকে অভ্যুত্থান পরিকল্পনাকারী প্রধান নেতাদের একজন হিসেবে বর্ণনা করা হয়েছে।

৮৮৪ পৃষ্ঠার প্রতিবেদনে যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে বলা হয়েছে, অভ্যুত্থান সফল করার জন্য কয়েক ধাপের পরিকল্পনা করা হয়েছিল। এরমধ্যে ছিল জনগণের মধ্যে নির্বাচনি ব্যবস্থার প্রতি অবিশ্বাস তৈরি করা, এই পরিকল্পনাকে আইনি কাঠামো দেওয়ার জন্য এই আদেশ জারি করা পারে, সামরিক নেতাদের তাল মিলিয়ে চলতে চাপ দেওয়া ও রাজধানীতে দাঙ্গা উসকে দেওয়া।

এছাড়া, নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ভাইস প্রেসিডেন্ট জেরালদো আলকমিন ও সুপ্রিম কোর্টের বিচারপতি আলেজান্দ্রে ডি মোরায়েসকে হত্যার পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল বলে তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়। তদন্তকারীদের অভিযোগ, নিজ বাসভবনে এক বৈঠকের সময় এই হত্যার পরিকল্পনায় সম্মতি দেন ব্রাগা নেট্টো।

সুপ্রিম কোর্টের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অভ্যুত্থানের পরিকল্পনা সফল করতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ও বিতরণের সঙ্গে ব্রাগা নেট্টো জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।

ব্রাগা নেট্টো ও বলসোনারোসহ তাদের মিত্ররা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই তদন্তকে রাজনৈতিক নিপীড়ন বলে দাবি করেছেন তারা।

/এসকে/
সম্পর্কিত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
ট্রাম্পের ব্যয়ের বিল সমর্থনকারী আইনপ্রণেতাদের শাস্তির হুমকি ইলন মাস্কের
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
সর্বশেষ খবর
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
ইলিশের দাম অস্বাভাবিক বাড়ানো যাবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
ইলিশের দাম অস্বাভাবিক বাড়ানো যাবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক