X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ব্রাজিলে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বলসোনারোর প্রতিরক্ষামন্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৭

ব্রাজিলের ফেডারেল পুলিশ দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর মন্ত্রিসভার এক সদস্য ও ২০২২ সালের নির্বাচনে তার রানিং মেট জেনারেল ওয়াল্টার ব্রাগা নেট্টোকে গ্রেফতার করেছে। ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে শনিবার (১৪ ডিসেম্বর) তাকে গ্রেফতারের তথ্য জানা গেছে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে। 

নভেম্বরে ব্রাগা নেট্টো, বলসোনারোসহ আরও ৩৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, ২০২২ সালের র্নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় থাকার জন্য অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন তারা।

প্রসিকিউটররা এখনও ব্রাগা নেট্টোর বিরুদ্ধে মামলা দায়ের করেননি। মূলত প্রমাণ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে শনিবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলে ফেডারেল পুলিশ জানিয়েছে।

প্রসিকিউটর-জেনারেলের কার্যালয়ের পর্যালোচনা ও সুপ্রিম কোর্টের বিচারপতি আলেজান্দ্রে ডি মোরায়েসের অনুমোদনক্রমে এই পরোয়ানা জারি হয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, বলসোনারোর এক সাবেক সহকারীর সাক্ষ্য জানার জন্য ব্রাগা নেট্টো চেষ্টা করেছিলেন বলে পুলিশের কাছে জোরালো প্রমাণ রয়েছে। ওই সহকারী তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছিলেন।

পুলিশ ব্রাগা নেট্টো ও তার সহকারী কর্নেল ফ্লাভিও বোতেলহো পেরেগ্রিনোর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে।

২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বোলসোনারোর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ব্রাগা নেট্টো। পরবর্তী সময়ে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী পদে ছিলেন তিনি। ফেডারেল পুলিশের প্রতিবেদনে তাকে অভ্যুত্থান পরিকল্পনাকারী প্রধান নেতাদের একজন হিসেবে বর্ণনা করা হয়েছে।

৮৮৪ পৃষ্ঠার প্রতিবেদনে যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে বলা হয়েছে, অভ্যুত্থান সফল করার জন্য কয়েক ধাপের পরিকল্পনা করা হয়েছিল। এরমধ্যে ছিল জনগণের মধ্যে নির্বাচনি ব্যবস্থার প্রতি অবিশ্বাস তৈরি করা, এই পরিকল্পনাকে আইনি কাঠামো দেওয়ার জন্য এই আদেশ জারি করা পারে, সামরিক নেতাদের তাল মিলিয়ে চলতে চাপ দেওয়া ও রাজধানীতে দাঙ্গা উসকে দেওয়া।

এছাড়া, নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ভাইস প্রেসিডেন্ট জেরালদো আলকমিন ও সুপ্রিম কোর্টের বিচারপতি আলেজান্দ্রে ডি মোরায়েসকে হত্যার পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল বলে তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়। তদন্তকারীদের অভিযোগ, নিজ বাসভবনে এক বৈঠকের সময় এই হত্যার পরিকল্পনায় সম্মতি দেন ব্রাগা নেট্টো।

সুপ্রিম কোর্টের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অভ্যুত্থানের পরিকল্পনা সফল করতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ও বিতরণের সঙ্গে ব্রাগা নেট্টো জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।

ব্রাগা নেট্টো ও বলসোনারোসহ তাদের মিত্ররা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই তদন্তকে রাজনৈতিক নিপীড়ন বলে দাবি করেছেন তারা।

/এসকে/
সম্পর্কিত
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন