X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩৭ 

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৭

ব্রাজিলে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। দেশটির মিনাস গেরাইস রাজ্যে শনিবার (২১ ডিসেম্বর) একটি বাস ও ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা দমকল বাহিনীর কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

টিয়োফিলো ওটোনি শহরের নিকটবর্তী হাসপাতালে আরও ১৩ জনকে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাও পাওলো থেকে ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রওনা হয়েছিল। চলন্ত অবস্থায় হঠাৎ বাসের একটি টায়ার ফেটে হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে সংঘর্ষ ঘটে।

এরপর অন্য একটি গাড়ি বাসটির সঙ্গে ধাক্কা খায়। তবে সেই গাড়ির তিনজন যাত্রীই প্রাণে বেঁচে গেছেন বলে দমকল বিভাগ জানিয়েছে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে সংঘটিত এই দুর্ঘটনার ফলে বাসটিতে আগুন ধরে যায় বলে রয়টার্সের সূত্রে জানা গেছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে সড়কজুড়ে মোচড়ানো ও পুড়ে যাওয়া ধাতব অংশ, বাসের ছিন্নভিন্ন আসন ও যাত্রীদের কম্বল পড়ে থাকতে দেখা গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দমকলকর্মীরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এক দমকলকর্মী জানান, দুর্ঘটনাস্থলে চাপা পড়ে থাকা মৃতদেহ বের করতে একটি ক্রেনের প্রয়োজন হবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্রাজিলে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫ দশমিক ৭।  এটি ল্যাটিন আমেরিকার অন্য দেশ আর্জেন্টিনার মৃত্যুহারের তুলনায় অনেক বেশি। সেখানকার মৃত্যুহার প্রতি ১ লাখে ৮ দশমিক ৮। 

২০৩০ নাগাদ সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে ব্রাজিল সরকার। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ৮৬ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।

/এসকে/
সম্পর্কিত
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
সর্বশেষ খবর
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন