X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ৯ জানুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:১০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:১০

প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ৯ জানুয়ারি ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। গত রবিবার (২৯ ডিসেম্বর) ১০০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

যুক্তরাষ্ট্রজুড়ে সেদিন জাতীয় শোক দিবস পালনের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বছর তিনি বলেছিলেন, অন্ত্যেষ্টিক্রিয়াতে স্তুতিবাক্য পাঠের জন্য বাইডেনকে অনুরোধ করেছিলেন কার্টার।  
এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যে কার্টারের বেড়ে ওঠার শহর প্লেইনসের মধ্য দিয়ে তার মরদেহ নিয়ে গাড়িবহরের ভ্রমণ শুরুর মাধ্যমে ছয়দিনের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে। 

কার্টারের ছেলেবেলার ফার্মহাউজে গাড়িবহর কিছুক্ষণের জন্য বিরতি নেবে। সেখানে ন্যাশনাল পার্ক সার্ভিসের পক্ষ থেকে ৩৯তম প্রেসিডেন্ট কার্টারের স্মৃতির উদ্দেশ্যে ফার্মের ঐতিহাসিক ঘণ্টা ৩৯ বার বাজানো হবে। 

এরপর কার্টারের মরদেহ আটলান্টায় নিয়ে যাওয়া হবে। সেখানে কার্টার প্রেসিডেনশিয়াল সেন্টারে ৭ জানুয়ারি সকাল পর্যন্ত তাকে বিশ্রামে রাখা হবে। এরপর তাকে নিয়ে যাওয়া হবে ওয়াশিংটন ডিসিতে। 

৯ জানুয়ারি ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সেদিনই জর্জিয়াতে অন্ত্যেষ্টিক্রিয়া প্রক্রিয়া সম্পন্ন করবে তার পরিবার। এটি সম্পূর্ণ পারিবারিক আবহে অনুষ্ঠিত হবে।  
অবশেষে দীর্ঘদিনের নিবাস প্যারিসের একটি বাড়ির আঙিনায় স্ত্রী রোজালিন কার্টারের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জিমি কার্টার।

ডেমোক্র্যাট দলের হয়ে ১৯৭৭ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কার্টার। তার এক মেয়াদের প্রেসিডেন্সির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ইসরায়েল ও মিসরের মধ্যে ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতা করা। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে সামান্য হলেও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছিল।  

প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর মানবিক সহায়তামূলক কাজে নিজেকে সঁপে দিয়েছিলেন ৩৯তম মার্কিন প্রেসিডেন্ট। তার কাজের প্রতি সম্মান জানাতে পরবর্তী সময়ে কার্টারকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্টসহ বৈশ্বিক নেতারা সহানুভূতিশীল, বিনয়ী ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নিবেদিত একজন নেতা হিসেবে জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

/এসকে/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’