X
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২

উড়োজাহাজ ব্যবহার করে লস অ্যাঞ্জেলেস দাবানলের পূর্বদিকে বিস্তার রোধের চেষ্টা    

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫, ১০:৩৩আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৩৩

লস অ্যাঞ্জেলেসের প্যালিসেইডস পাহাড়ি এলাকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে বিমান থেকে পানি ও আগুন নির্বাপক রাসায়নিক ছিটানো হচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৭০ মাইল পর্যন্ত পৌঁছানোর আশঙ্কার মধ্যেই শনিবার (১১ জানুয়ারি) ভূমি ও আকাশ থেকে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দ্রুত ছড়িয়ে পড়া প্যালিসেইডসের দাবানলে আরও বাড়তি হাজারখাকেন একর এলাকা আক্রান্ত হয়েছে।

ক্যালিফোর্নিয়া দমকলবাহিনীর কর্মকর্তা টড হপকিন্স শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এটি ইতোমধ্যে ২২ হাজার একর এলাকা পুড়িয়ে দিয়েছে।

তিনি আরও জানান,  ম্যান্ডেভিল ক্যানিয়ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। এটি ব্রেন্টউডের অভিজাত এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা যাচ্ছে। সেখানে অনেক সেলিব্রিটি বসবাস করেন। এটি সান ফার্নান্দো ভ্যালি ও উত্তর-দক্ষিণমুখী ৪০৫ ফ্রিওয়ের কাছেও পৌঁছেছে।

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) সতর্ক করে জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল ও সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত লস অ্যাঞ্জেলেস ও ভেন্টুরা কাউন্টিতে সান্তা অ্যানা বাতাসের গতিবেগ আরও তীব্র হবে। বাতাসের গতি ঘণ্টায় ৩০ মাইল পর্যন্ত হতে পারে এবং ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৭০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত মোট এক লাখ ৫৩ হাজারের বেশি বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। আরও এক লাখ ৬৬ হাজার বাসিন্দার নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য সরে যাওয়ার প্রয়োজন হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুরো এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুক্রবার রাতে জোরালো সান্তা অ্যানা বাতাসের বেগ কিছুটা ধরে এলেও, শনিবার প্রশান্ত মহাসাগরের দিক থেকে আসা বাতাসে প্যালিসেইডস দাবানল আবারও তীব্রভাবে ছড়িয়ে পড়ে। 

/এসকে/
সম্পর্কিত
কোনও বিদেশির আদেশ মানবো না: ট্রাম্পকে ইঙ্গিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট
ট্রাম্পের সঙ্গে ড্রোনের বিনিময়ে ব্যাপক চুক্তি করতে চান জেলেনস্কি
ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৯৪ ফিলিস্তিনি
সর্বশেষ খবর
কাশ্মীর হামলায় অভিযুক্ত গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র
কাশ্মীর হামলায় অভিযুক্ত গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র
সুইমিং লার্নিং কোর্স এনেছে ঢাকা রিজেন্সি হোটেল
সুইমিং লার্নিং কোর্স এনেছে ঢাকা রিজেন্সি হোটেল
একই গানচিত্রে নানামাত্রিক মেলবন্ধন
একই গানচিত্রে নানামাত্রিক মেলবন্ধন
নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন দিলো দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন দিলো দুর্বৃত্তরা
সর্বাধিক পঠিত
উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন
উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন
শুক্রবার প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ
শুক্রবার প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ
দুই ভাইয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পাচারের অভিযোগ
দুই ভাইয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পাচারের অভিযোগ
নতুন করে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালু, অনুষ্ঠিত হবে ডিসেম্বরে
নতুন করে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালু, অনুষ্ঠিত হবে ডিসেম্বরে
তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকীতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ সোহেল তাজের
তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকীতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ সোহেল তাজের