X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

গুয়ানতানামো বেতে ভেনেজুয়েলান অভিবাসীদের স্থানান্তরে মার্কিন আদালতের স্থগিতাদেশ 

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩২

যুক্তরাষ্ট্রে অবস্থানরত তিন ভেনেজুয়েলান অভিবাসীকে কিউবার গুয়ানতানামো বে সামরিক ঘাঁটিতে স্থানান্তর রোধে আদেশ দিয়েছে দেশটির আদালত। রবিবার (৯ ফেব্রুয়ারি) নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক কেনেথ গনজালেস এই সাময়িক স্থগিতাদেশ জারি করেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই অভিবাসীদের আইনজীবী বাহের আজমি জানিয়েছেন, রবিবার ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এক শুনানিতে বিচারক গনজালেস এই আদেশ দিয়েছেন।

এই বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করে আদালত পক্ষ থেকে কোনও সাড়া পায়নি রয়টার্স। বিচারক গনজালেসের আদেশের নথি রবিবার গভীর রাত পর্যন্ত প্রকাশ করা হয়নি।

আজমি বলেছেন, ওই তিন অভিবাসী গুয়ানতানামোতে স্থানান্তরের সম্ভাবনা রোধে আদালতের শরণাপন্ন হন। অবশ্য সেখানে তাদের প্রেরণের কোনও আনুষ্ঠানিক আদেশ তখন পর্যন্ত জারি করা হয়নি।

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আদালতে ওই তিন ব্যক্তির আরেকটি মামলা চলমান আছে। মামলার নথিতে তারা দাবি করেছেন, ভেনেজুয়েলা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য এসেছিলেন তারা। তবে তাদের বেআইনিভাবে দীর্ঘসময় আটক রাখা হয়েছে।

গুয়ানতানামোতে স্থানান্তর রোধে ওই ব্যক্তিদের অনুরোধের বিষয়ে কোনও বক্তব্য দেয়নি মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা। এছাড়া, সেখানে তাদের প্রেরণের কোনও পরিকল্পনা আছে কিনা, সে বিষয়েও সুস্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারিতে বলেছিলেন, গুয়ানতানামো বে নৌঘাঁটিতে ৩০ হাজার অবৈধ অভিবাসীকে আটক রাখাতে সক্ষম অবকাঠামো তৈরির পরিকল্পনা করছে হোয়াইট হাউজ। ওই ঘাঁটি মূলত সন্ত্রাসবাদের অভিযোগে আটক বিদেশিদের জন্য ব্যবহৃত হয়।

/এসকে/
সম্পর্কিত
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে