উত্তর কোরিয়া তাদের নতুন রণতরির প্রথম অস্ত্রচালনা পরীক্ষা সম্পন্ন করেছে। বুধবার (৩০ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতা কিম জং উন এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী এবং ক্রুজ মিসাইল এর পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়।
কিমকে উদ্ধৃত করে প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা এবং সাগরের সার্বভৌমত্ব রক্ষায় উত্তর কোরীয় নৌবাহিনীর এখন দায়িত্ব হলো পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সমৃদ্ধ করা।
এদিকে, দক্ষিণ কোরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের জাহাজ নির্মাণ সক্ষমতা প্রথম থেকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন এবং সিউল।
অবশ্য উত্তর কোরিয়ার নতুন যুদ্ধজাহাজ, চোয়ে হিউন ক্লাস, সাগরে নামার জন্য এখনও প্রস্তুত নয় বলেই মনে করছে উত্তর কোরিয়া পর্যবেক্ষণকারী চিন্তক সংস্থা ‘৩৮ নর্থ’। তারা জানায়, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, টাগবোটের সাহায্যে জাহাজটিকে টেনে নেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটি বলেছে, টাগবোটের সাহায্যে রণতরীটি এদিক সেদিক নেওয়া দেখে মনে হলো, জাহাজের প্রপালশন সিস্টেম এখনও ঠিকমতো কাজ করছে না।
গত শনিবার পাঁচ হাজার টনি নতুন এই রণতরির কথা প্রকাশ করে উত্তর কোরীয় সংবাদমাধ্যম। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, চোয়ে জিউন ক্লাস রণতরীটি অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্রে সজ্জিত হয়েছে।
রণতরির উদ্বোধনী অনুষ্ঠানে কিম বলেছিলেন, যুদ্ধজাহাজটি নৌবাহিনীকে বুঝিয়ে দেওয়া হবে। আগামী বছরের শুরুর দিকেই এটি মাঠ পর্যায়ে ব্যবহার শুরু করা যাবে।
উল্লেখ্য, জাপান বিরোধী বিপ্লবী যোদ্ধা চোয়ে হিউনের নামানুসারে রণতরীটির নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে কেসিএনএ।