দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার রাশ টেনে ধরে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এমন কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।
বুধবার গভীররাতে পাকিস্তানের অভ্যন্তরে কয়েকটি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও শক্ত প্রতিক্রিয়া জানায়। এ বিষয়ে চীন জানায়, তারা ভারতের সামরিক পদক্ষেপে দুঃখ প্রকাশ করছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
বিবৃতিতে বলা হয়, ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী ছিল, আছে এবং থাকবে। দুটি দেশ চীনেরও প্রতিবেশী।
চীন সবরকম সন্ত্রাসবাদের বিরোধী উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে উভয় দেশকেই সংযত ও শান্ত থাকতে হবে।
উল্লেখ্য, বুধবার ভোররাতে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহত হয়েছেন অন্তত ৪৬ জন এবং দুইজন নিখোঁজ রয়েছেন।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক ভিডিও বিবৃতিতে জানান, ভারত ছয়টি বেসামরিক স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে। তিনি বলেন, এ হামলায় চারটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ও একটি হাসপাতালও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।