X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৫, ১৫:৫৬আপডেট : ১৯ মে ২০২৫, ১৭:৪৫

গাজা উপত্যকার পুরো নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৯ মে) প্রকাশিত এক ভিডিও বার্তায় ওই ঘোষণার সঙ্গে তিনি আরও বলেন, ইসরায়েলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে গাজায় মানবিক বিপর্যয় ঠেকানোর উদ্দেশ্যে সীমিত আকারে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু যখন এই খায়েশ প্রকাশ করলেন তখন গাজার উত্তর ও দক্ষিণে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। স্থল অভিযান শুরু হলো এমন এক সময়ে, যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা কার্যত ফলপ্রসূ হয়নি বলে দুই পক্ষের সূত্র জানিয়েছে।

একই সময়, গাজায় সম্ভাব্য দুর্ভিক্ষ পরিস্থিতি এড়াতে খাদ্য সহায়তা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব।

নেতানিয়াহু বলেছেন, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি যেকোনও মূল্যে ঠেকাতে হবে। নইলে আমরা কূটনৈতিক এবং সামগ্রিক সমর্থন হারাবো, যা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের বাধা হয়ে দাঁড়াবে।

সরকারের অভ্যন্তরে নানাবিধ চাপের মধ্যে এসব কথা বললেন নেতানিয়াহু। যুদ্ধ-পরিচালনা পদ্ধতি, গাজায় খাদ্য সহায়তা পুনর্বহালে নিরাপত্তা ক্যাবিনেটে ভোট গ্রহণে আপত্তিসহ বিভিন্ন কারণে সরকারের কট্টরপন্থিদের রোষানলে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

গাজায় যুদ্ধচলাকালীন সীমিত পরিসরে ত্রাণ সহায়তা গাজায় প্রবেশ করতে দিচ্ছিল ইসরায়েল। তবে, হামাসের বিরুদ্ধে খাদ্য লুটের অভিযোগ এনে গাজায় মার্চ থেকে অবরোধ দিয়ে রেখেছে তারা। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে গেছে যে বিশ্লেষকরা সতর্ক করেছেন, দ্রুত খাদ্য সমস্যার সমাধান না হলে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

গাজায় খাদ্য সহায়তা পুনর্বহালের কারণ ব্যাখ্যা করে নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক রিপাবলিকান নেতা গাজায় মানবিক বিপর্যয়ের বিষয়ে তাকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসরায়েলের কড়া সমর্থকরাও বলেছেন, তারা আমাদের অস্ত্র দেবে, হামাসকে পরাস্ত করতে সব রকম সহায়তাও করবে। তবে ব্যাপক খাদ্য সংকটে তারা আমাদের পাশে থাকবে না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, সেনাবাহিনীর সহায়তায় আমরা নিয়ন্ত্রিত একটি এলাকা স্থাপনের চেষ্টা করছি, যেখান থেকে গাজাবাসী নিরাপদে খাদ্য এবং ওষুধ সংগ্রহ করতে পারবে। হামাসের যেন খাদ্য লুটের সুযোগ না পায়, সেটা বিবেচনায় নিয়েই পুরো ব্যবস্থাটি পরিচালনা করা হবে।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় ইউটিউবার গ্রেফতার
ইইউ থেকে বেরিয়ে যাওয়ার দীর্ঘদিন পর সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
অনুমোদনের পথে ট্রাম্পের কর বিল, আশঙ্কায় নিম্ন আয়ের মানুষ
সর্বশেষ খবর
‘বিএনপির কি আকাল পড়েছে আ.লীগ থেকে লোক আমদানি করতে হবে’
‘বিএনপির কি আকাল পড়েছে আ.লীগ থেকে লোক আমদানি করতে হবে’
বলিউডে কেউ কারও বন্ধু না: নওয়াজউদ্দিন
বলিউডে কেউ কারও বন্ধু না: নওয়াজউদ্দিন
শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু
সহস্রাধিক সেলস আউটলেটে বিক্রি হবে ওয়ালটন পণ্য
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৪৪
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৪৪
সর্বাধিক পঠিত
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
নতুন শাখা খোলায় কঠোর বাংলাদেশ ব্যাংক
নতুন শাখা খোলায় কঠোর বাংলাদেশ ব্যাংক